আপডেট: ১২:২৩, ২৯ আগস্ট ২০১৯
মৌলভীবাজারে যুব ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মৌলভীবাজার. ’সাহসী যৌবনে সুন্দর আগামী’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার সন্ধায় শহরের চৌমোহনা এলাকায় সিপিবি কার্যালয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ আলোচনাসভা ও পুণর্মিলনী অনুষ্ঠান পালন করে। জেলা সংসদের সভাপতি আইনজীবী মাসুক মিয়া'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েসের সঞ্চলনায় বক্তব্য রাখেন সাবেক যুবনেতা ও সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নিলিমেষ ঘোষ বলু, উত্তরণ খেলাঘর আসরের সভাপতি শাহাদাত হোসাইন, সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক কর্মী সীতেশ ধর, সাবেক ছাত্রনেতা ও প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক আহমদ আফরোজ, প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূইয়া, যুবনেতা আবু রেজা সিদ্দিকী ইমন, সাবেক ছাত্রনেতা রনি পাল, আবুল হায়দার তরিক, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায়, সাধারণ সম্পাদক পিনাক দেব, দপ্তর সম্পাদক রাজন দেব, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তারিন আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ।
এসময় বক্তারা বলেন দেশের কোটি কোটি বেকার যুবক রেখে উন্নয়ণ হয়না। বেকারদের র্কসংস্থানের ব্যপারে রাষ্ট্রের কোন কর্মপরিকল্পনা না থাকায় পড়ালেখা শেষ করে কোটি যুবক আজ অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় নিঃশেষ হচ্ছে। মেধাবীরা কোনোভাবে বিদেশে চলে যাচ্ছে। এর কারণে আজকের সামাজিক ও রাজনৈতিক অবস্থায় এতো অধোপতন। যুব ইউনিয়ন বেকার যুবাদের নিয়ে কাজ করে। তাদের অধিকার আদায়ে আন্দোলন করছে। এই ঘুণে ধরা ব্যবস্থায় আন্দোলন ছাড়া অধিকার আদায় সম্ভব নয়।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের