Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

প্রকাশিত: ১৪:১৬, ২৯ আগস্ট ২০১৯
আপডেট: ১৪:১৬, ২৯ আগস্ট ২০১৯

মৌলভীবাজার কলেজ অডিটোরিয়াম থেকে জিয়ার নাম ফলক সরিয়ে দিলো ছাত্রলীগ

মৌলভীবাজার : বিএনপি সরকারের আমলে মৌলভীবাজার সরকারি কলেজে নির্মাণ করা হয় অডিটোরিয়াম। তখন নামকরণ করা হয় “শহীদ জিয়া অডিটোরিয়াম”।

এবার নাম ফলকটি ভেঙে করা হয়েছে “মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়াম।”

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃত্বে নাম ফলকটি ভাঙা হয়। নাম ফলকটি ভাঙার পর ছাত্রলীগ কর্মীরা আনন্দ মিছিল করেন। এসময় তারা দলীয়সহ বিভিন্ন স্লোগান দেন।

যদিও ছাত্রলীগ নেতৃবৃন্দ বলছেন, এটা সাধারণ ছাত্রদের দীর্ঘদের দাবি ছিলো। সাধারণ ছাত্ররাই নাম পরিবর্তন করেছে। তাদের সহযোগিতা করেছে ছাত্রলীগ।

জানা গেছে, নাম ফলকটি ভাঙার সময় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ জেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল এই নাম ফলক চেঞ্জে করার । শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ব্যক্তির নামে অডিটোরিয়াম থাকবে এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে ছাত্রলীগ।’

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক এক প্রেস বিজ্ঞপ্তি এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জেলা ছাত্রদল। তারা দ্রুত পূর্বের নামফলক লাগানোর দাবি জানিয়েছেন।

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী বলেন, ‘অডিটোরিয়ামের নাম ফলকটি কে বা কারা ভেঙেছে আমি তা জানি না। আমরা পদক্ষেপ নেব।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়