Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ৩১ মার্চ ২০২১
আপডেট: ২৩:৪৩, ৩১ মার্চ ২০২১

করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকিতে ৩১ জেলা

ফাইল ছবি

ফাইল ছবি

কিছুদিন আগে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, দেশে করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে ২৯ জেলা। এবার সেই তালিকায় আরও দুইটি জেলা যুক্ত হয়েছে। বুধবার তারা জানিয়েছে, ৩১ জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি ছড়াচ্ছে।

সংক্রমণ বাড়ছে এমন জেলাগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নরসিংদী, খুলনা, নারায়ণগঞ্জ, রাজবাড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, কক্সবাজার ও টাঙ্গাইল।

যেসকল জায়গায় করোনার সংক্রমণ ঊর্ধ্বগতিতে রয়েছে সেসব জায়গায় এরই মধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। পর্যটন কেন্দ্রসহ সাধারণ জনগণের চলাচলে জারি করা হচ্ছে কঠোর নির্দেশনা।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। ফলে মোত শনাক্তকারী ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে।

একদিনে আরও ৫২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে ভাইরাসটির দ্বারা মারা গেছেন ৯ হাজার ৪৬ জন। করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬৭১ টি। একদিনে শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ।     

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১৯ জন রোগী। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জনে।

স্বাস্থ্য অধিদফতর আগে জানিয়েছে, যেসব জেলায় উচ্চ সংক্রমণ রয়েছে, প্রয়োজনে সেসব জেলার সঙ্গে আন্তঃজেলা যোগাযোগও সীমিত করা হতে পারে। তবে সেটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন জেলার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে। প্রয়োজন হলে স্থানীয়ভাবে লকডাউন আরোপ করা হতে পারে, তবে সে ব্যাপারেও সংশ্লিষ্ট জেলা তাদের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখেছিল বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়