নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:১৯, ১১ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত খালেদা জিয়া: সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
খালেদা জিয়া ও মির্জা ফখরুল
রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়া করোনায় আক্রান্ত। তখন তার করোনা পরীক্ষাই করা হয়নি বলে দাবি করেন দলটির নেতারা। অবশেষে এ নিয়ে মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১১ এপ্রিল) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি এখন ভাল আছেন, জ্বর বা অন্য উপসর্গ নেই। প্রয়োজন হলে চিকিৎসা নেয়া হবে।
এর আগে রোববার সকালে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমি এখনো নিশ্চিত নই। মিডিয়া থেকে খবর পাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেগম জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট দেখলাম। আমি ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করছি। নিশ্চিত হলে জানাব।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে। তার করোনা পজিটিভ, এটা শতভাগ সত্য।’
তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগনে ডা. মামুন সাংবাদিকদের বলেন, ‘ওনার করোনা পরীক্ষা করা হয়নি। যে রিপোর্ট ভাইরাল হয়েছে, এটা ভুয়া। এটা সঠিক নয়।’
শুধু তাই নয়, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানও সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়নি। আমি যা বলছি এটাই ঠিক।’
অবশেষে ফখরুল সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘দেশনেত্রীর চিকিৎসা শুরু হয়েছে। তিনি ভালো আছেন। তার রোগমুক্তির জন্য দোয়া করবেন।’
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের