নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫৫, ১১ এপ্রিল ২০২১
‘ফিরোজায়’ নয়জন করোনায় আক্রান্ত
সকালে জানা গিয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবার খবর এলো, খালেদার বাসভবন ‘ফিরোজা’র অন্তত ৯ জন ভাইরাসটির দ্বারা সংক্রমিত হয়েছেন।
রোববার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানের ‘ফিরোজা’য় খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।
ডা. মামুন জানান, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ ছিল না। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
ডা. মামুন আরও বলেন, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।
উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। কিন্তু তার করোনা পরীক্ষাই করা হয়নি বলে দাবি করেন দলটির নেতারা।
পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে খালেদার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি এখন ভাল আছেন, জ্বর বা অন্য উপসর্গ নেই। প্রয়োজন হলে চিকিৎসা নেয়া হবে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের