মোস্তফা মনজুর
আপডেট: ২৩:০৫, ১৭ এপ্রিল ২০২১
পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৪)

আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ
হয়ত পুরা রমজান চেষ্টা করে আপনি মাত্র তিন আয়াত মুখস্থ করলেন। আপনি হয়ত ভাবছেন আপনি ব্যর্থ। বাস্তবতা কিন্তু তা নয়। বরং আপনার চেষ্টার প্রতিটি ক্ষণ, প্রতিটি পদক্ষেপ আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত থাকবে।
কুরআন মুখস্থ করণ:
প্রিয় ভাই, রমজান কুরআনের মাস। আমাদের উচিত কিছু কিছু আয়াত ও সূরা এ মাসে মুখস্থ করার চেষ্টা করা। আমি এ সংক্রান্ত একটি তালিকা দিচ্ছি। যদিও আপনাদের ইচ্ছামত যা-ই মুখস্থ করবেন তাতেই আল্লাহ তাআলা বরকত দেবেন।
সকলের মুখস্থ শক্তি এক নয়, তাই তালিকার সব কিছু হয়ত মুখস্থ করতে পারবেন না। এজন্য আমি তালিকা গুরুত্বের ভিত্তিতে সাজানোরও চেষ্টা করেছি (এসব সুরা সমূহের ব্যবহার ও ফযীলত প্রমাণিত। লেখা বড় হওয়ার ভয়ে সেসব উল্লেখ করছি না)। আমি আশা করি, সূরা ফাতিহা ও নামাজের জন্য অন্তত শেষ ১০টি সুরা সকলের মুখস্থ আছে। এসব যদি মুখস্থ না থাকে তাহলে এগুলো আগে মুখস্থ করা উচিত।
মুখস্থের ক্ষেত্রে আমার প্রদত্ত তালিকার এদিক সেদিক হলেও সমস্যা নেই। অর্থাত কেউ ১ নং মুখস্থ না করে ৪ নং মুখস্থ করলেও কোন সমস্যা নেই।
আর যাদের এসব গুলোই মুখস্থ আছে, মাশাআল্লাহ, তাঁরা আরো কিছু মুখস্থ করার চেষ্টা করতে পারেন। কতই না ভাগ্যবান যাদের হৃদয়ে গোটা কুরআনই হিফাযত আছে।
মুখস্থ করার পদ্ধতি
সাধারণত প্রত্যেকেরই স্বকীয় বৈশিষ্ট্য আছে। সেটা অনুসরণ করাই উত্তম। তবে আমি কিছু বিষয় বলে দিতে চাই, যদি কারো উপকারে আসে। যেমন-
ক. যে সূরা/ আয়াত মুখস্থ করবেন প্রথমে দেখে দেখে তা ১০ বার পড়ুন। সম্ভব হলে শুনতেও পারেন। তাতে সূরাটি আপনার অবচেতন মনের নিকট পরিচিত হবে।
খ. তারপর তিন আয়াত করে মুখস্থ করুন।
গ. নফল নামাজে তিন আয়াত পড়ার চেষ্টা করুন।
ঘ. এরপর চার-ছয় আয়াত মুখস্থ করুন।
ঙ. আবার প্রথম থেকে ০১-০৬ পর্যন্ত মিলিয়ে পড়ুন।
এভাবে তিন আয়াত করে মুখস্থ করে পুনরায় প্রথম থেকে মিলিয়ে পড়ুন। ইনশা আল্লাহ আপনি যে বয়সেরই হোন, যেরকম মেধারই অধিকারী হোন, আপনি বরকত লাভ করবেন।
তালিকা
১. আয়াতুল কুরসী (সূরা বাক্বারা, আয়াত ২৫৫): প্রতিটি ফরজ নামাজের পর, রাত্রে, ঘর থেকে বের হওয়ার সময় ইত্যাদি অনেক স্থানে এ আয়াত পড়ার ফযীলত রয়েছে।
২. সূরা কাহাফ (সম্পুর্ণ না পারলে প্রথম ১০ আয়াত। তারপর সম্ভব হলে শেষ ১০ আয়াত): দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য।
৩. সূরা মুলক
৪. সূরা ইয়াসীন: রাসূলুল্লাহ (স.) চাইতেন এ সূরাদ্বয় (মুলক ও ইয়াসীন) যেন এ উম্মতের মুখস্থ থাকে। প্রিয় ভাই, আর কিছু না হোক, আল্লাহর রাসূলের (স.) এই একটি চাওয়া তো আমরা পুরণ করতে পারি। কাল কিয়ামতে এটাও হয়ত আমাদের নাজাতের মাধ্যম হবে।
৫. সূরা বাকারার শেষ দুই আয়াত: প্রতি রাতে পড়ার আমল।
৬. সূরা আলা: বিতর নামাজের প্রথম রাকাতে এ সূরা পড়া। দ্বিতীয় ও তৃতীয় রাকাতে যথাক্রমে সূরা কাফিরূন ও সূরা ইখলাস পড়া উত্তম।
৭. সূরা ইনসান/দাহর
৮. সূরা আলিফ লাম মীম সাজদা: এ সূরাদ্বয় জুমার দিনের ফজরে পড়া হয়।
৯. সূরা ওয়াকীয়া: রিযক এর সমাধানের জন্য এ সূরার আমল করা উত্তম।
১০. সূরা যিলযাল
১১. সূরা আদিয়াত
এছাড়াও আরো বেশ কিছু আয়াত আছে যেগুলো ওলামাগণ সচরাচর আমল করে থাকেন। মোটকথা, আপনি নিয়ত করে চেষ্টা করতে লেগে যান। এ রমজানে যতটুকুই শিখলেন তা আপনারই কাজে লাগবে।
হয়ত পুরা রমজান চেষ্টা করে আপনি মাত্র তিন আয়াত মুখস্থ করলেন। আপনি হয়ত ভাবছেন আপনি ব্যর্থ। বাস্তবতা কিন্তু তা নয়। বরং আপনার চেষ্টার প্রতিটি ক্ষণ, প্রতিটি পদক্ষেপ আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত থাকবে। আপনি হয়ত তাঁর চাইতেও উত্তম হবেন যে একবসায় তালিকার সবকটি মুখস্থ করে ফেলে রেখেছে। কুরআনের সাথে আপনার সম্পৃক্ততা ও সময় কাটানোর বরকত তো আর মুখস্থের সাথে সম্পৃক্ত নয়।
আরো একটি বিষয় বলতে চাই, যাদের সামান্যতমও আগ্রহ আছে তাঁরা পুরা কুরআনের হাফেয হওয়ার চেষ্টা শুরু করুন। এ রমজান থেকেই। প্রিয় ভাই-বোন, বয়স কোন ব্যাপার না। আপনার নিয়ত আর আন্তরিক চেষ্টা থাকলে দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল ইজ্জত। আমি নিজে অনেককে জানি, যারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর হাফিয হয়েছেন। আর যদি দুর্ভাগ্যক্রমে হেফয সম্পন্ন নাও করতে পারেন, আল্লাহর কাছে এর প্রতিদান আপনি পেতেই পারেন, আমরাও সে আশাই রাখি।
চলবে...
মোস্তফা মনজুর, সহকারি অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও
পিএইচডি গবেষক, নটিংহ্যাম ইউনিভার্সিটি, ইংল্যান্ড
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের