মোস্তফা মনজুর
আপডেট: ১১:৫৮, ৬ মে ২০২১
পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৮)

রোযা রাখার সাথে সাথে মিথ্যা, অশ্লীলতা আর কথাবার্তা ও কাজেকর্মে অসততা বর্জন করতে না পারলে এই রোযা শুধু উপবাসই হবে। স্বয়ং আল্লাহ তাআলার জন্য যে আমল, তদ্রুপ রোযার প্রতিদান এসব পাপের পর আশা না করাই ভালো।
আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুছাল্লী আলা রাসূলিহিল কারীম।
পাপ থেকে বেঁচে থাকা
রমজান তাকওয়া হাসিলের মাস। আর তাকওয়ার প্রথম কথাই হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। বর্তমানের লকডাউনে আমাদের অনেকেরই পাপ করার সুযোগ বেড়েছে। বিশেষ করে, যুব সমাজের। আর যারা স্মার্ট ফোন ব্যবহার করেন তাদের জন্য নাটক সিনেমা গান ইত্যাদির পাপ অন্য সময়ের তুলনায় বেড়েছে বৈ কমেনি।
তার থেকেও আশঙ্কাজনক হচ্ছে, এসব নাটক সিনেমাকে পাপ হিসেবেই অনেকে ভাবছেন না। ফলে তাওবা করা বা এগুলো ছেড়ে দেওয়ার যেমন কোন চেষ্টা নেই, তেমনই অন্যকে এসবের প্রতি উৎসাহিত করতেও কোন কমতি নেই। অথচ অন্যকে এসব কাজের কথা বললে তার কৃত পাপের সমপরিমাণ পাপ আপনার খাতায়ও লিখা হবে। আর হারামকে হালাল মনে করা মারাত্মক, ঈমানও চলে যেতে পারে।
তাছাড়া রমজান মাসে এসব পাপের ওযনও বেড়ে যাবে। প্রিয় ভাই, জেনে গুনাহকারী আর না জেনে গুনাহকারী তো সমান নয় । স্থান-কাল-পাত্র ভেদে গুনাহের ওযন পৃথকই হবে। রমজানে শয়তানকে বন্দী রাখার পরও আমরা যারা পাপে লিপ্ত, আল্লাহই জানেন বাকী সময় তাদের কি অবস্থা। আমার তো মনে হয়, খোদ শয়তানও তাদের দেখে লজ্জা পাবে। প্রিয় ভাই, রমজানের পবিত্রতাকে হেলা করে যে পাপে আমরা লিপ্ত আছি, যে সব পাপের ভার আমরা বইতে পারব তো?
রোযা রাখার সাথে সাথে মিথ্যা, অশ্লীলতা আর কথাবার্তা ও কাজেকর্মে অসততা বর্জন করতে না পারলে এই রোযা শুধু উপবাসই হবে। স্বয়ং আল্লাহ তাআলার জন্য যে আমল, তদ্রুপ রোযার প্রতিদান এসব পাপের পর আশা না করাই ভালো।
একটা বিষয় খব গুরুত্বপূর্ণ। আমরা যারা খুব বেশি আমল করতে পারি না, অবহেলায় বা অনভ্যস্ততায় কিংবা এমনিতেই, তারা যদি কেবল পাপ থেকেই বিরত থাকতে পারি তাহলেও রমজানের ফযীলত লাভ করতে পারি। পাপে যদি আমরা খুব বেশি অভ্যস্ত হই, তাহলে অন্তত ঘুমিয়ে সময় কাটান, তাও পাপে লিপ্ত না হওয়ার চেষ্টা করা উচিত। প্রিয় ভাই, এ মাসের ফযীলত যেমন বেশি, পাপের মাধ্যমে এর মর্যাদাহানি করলে আযাবও বেশিই হওয়ার কথা।
যেসব গুনাহ সচরাচর আমরা বেশি করি, যেমন গীবত, মিথ্যা, লোকদেখানো আমল, ফেইসবুকের অনিয়ন্ত্রিত ব্যবহার, মাতা-পিতার অবাধ্যতা ইত্যাদি ত্যাগ করাই হোক এ মাসের অঙ্গীকার। এসব থেকে তাওবা-ইস্তিগফার করে সুন্দর একটি জীবন রমজান হতেই শুরু হোক।
চলবে...
মোস্তফা মনজুর, সহকারি অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও
পিএইচডি গবেষক, নটিংহ্যাম ইউনিভার্সিটি, ইংল্যান্ড
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের