মোস্তফা মনজুর
আপডেট: ২০:৪৩, ৯ মে ২০২১
পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৯)

যারা সৌদিতে গিয়েছেন, তাঁরা হয়ত খেয়াল করেছেন- অনেক সময় রাস্তায় বড় বড় সাইনবোর্ড লাগানো আর তাতে লিখা “আলহামদুলিল্লাহ” “আল্লাহু আকবার” লা ইলাহা ইল্লাল্লাহ” ইত্যাদি। যেন গাড়িতে যেতে যেতে পথিকের যিকরের স্মরণ হয়। এরকমই আপনারাও করতে পারেন। কাগজে লিখে বা প্রিন্ট করে নিয়ে মাসনুন দুআগুলো ঘরে লাগিয়ে নিন। আপনার মনে না থাকলেও দেখা মাত্র তা পড়ে নিতেন পারেন।
আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুছাল্লী আলা রাসূলিহিল কারীম।
যিকর
মাহে রমজানের সম্ভবত সবচাইতে সহজ কিন্তু বিশাল সাওয়াবের ভান্ডার হচ্ছে যিকর, তাসবীহ ও তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ)। এসব তাসবীহ এর আমল করার জন্য ওযুর দরকার নেই, প্রস্তুতির দরকার নেই, নেই, বেশি সময়েরও দরকার নেই। এক সেকেন্ডই যথেষ্ট। স্মরণে আসা মাত্রই আল্লাহকে ডাকা, তাঁর প্রশংসা করা, তাঁর পবিত্রতা বর্ণনাই হচ্ছে তাসবীহ।
এই ইবাদাতও যদি আমাদের দ্বারা না হয়, তবে আর কোন ইবাদাতের কথা বলারই দরকার নেই। জেনেন, বেহেশতে মানুষের আফসোসের কিছু থাকবে না। শুধু একটি বিষয় ব্যতীত। দুন্নিয়াতে যে সময়টুকু আল্লাহর যিকর ও তাসবীহ ব্যতীত অতিবাহিত হয়েছে সে সময় তাসবীহ ও যিকর না করার আফসোস।
কত সৌভাগ্যবান ঐসব লোক, যাদের জিহ্ববা আল্লাহর যিকরে তরুতাজা থাকে। রমজান মাসে আমরা যথাসম্ভব এ আমলে সচেষ্ট হব। বিশেষ করে যখনই আল্লাহর স্মরণ হবে, কিংবা কোন ইসলামিক কিছু দেখব বা শুনব তখনই যেন আমাদের জিহ্ববাও উচ্চারিত হয় আল্লাহর তাসবীহ।
এসব তাসবীহ ও তাহলীল অর্থ বুঝে আন্তরিকভাবে একবার বলাও কিন্তু অশেষ ফযীলতের কাজ। ১০০ বার পড়তে হবে, ৩১৩ বার পড়তে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই; বরং যতটূকু সম্ভব ততটুকুই আমল করা উচিত।
এ রমজানে আমলের জন্য কিছু তাসবীহ ও তাহলীল –
ক. হাদীসে যে চারটি আমলের কথা বলা হয়েছে। রমজানে বেশি বেশি করে বলা এ চারটি বিষয় হচ্ছে-
১. লা ইলাহা ইল্লাল্লাহ
২. ইস্তিগফার (যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মাগ ফিরলী ইত্যাদি)
৩. বেশি বেশি জান্নাত চাওয়া (আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ)
৪. বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাওয়া (আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইত্যাদি)
আমি এখানে শুধু উদাহরণ হিসেবে দুএকটি দুআ ও তাসবীহ লিখে দিয়েছি। এগুলো বেশ সংক্ষিপ্ত। ফলে সহজেই মুখস্থ করে আমল করতে পারবেন।
মনে রাখবেন, এ চারটি কাজের চাইতে উত্তম যিকর এ মাসে আর হতে পারে না। যে কাজ স্বয়ং প্রিয় নবী (স) এ উম্মতকে শিক্ষা দিয়েছেন এর চাইতে আর উত্তম কি হতে পারে।
খ. পাঁচ ওয়াক্ত নামাজের পর নির্ধারিত যিকর ও তাসবীহসমূহ।
আমাদের সমাজে এসব যিকরসমূহ বেশ অবহেলিত। অবশ্য এখন অনেকেই আমল করার চেষ্টা করেন। এ আমাস এয়ামাদের উচিত এসব সুন্নাহ যিকরসমূহ আমল করা।
আল্লাহ তাআলার রহমতে আমরা হয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, এর সাথে সাথে আর মাত্র ৩ মিনিট, হ্যাঁ আক্ষরিক অর্থেই তিন মিনিট, সময় দিলেই আমরা কিন্তু এ সুন্নাত আদায় করতে পারি। এসবের যিকরের ফযীলত দু রকমের-
১. তাসবীহ আদায়ের;
২. রাসুলুল্লাহ (স) এর অনুসরণের।
গ. মাসনুন দুআসমূহ আদায় করা। বিশেষ করে, আমাদের দৈন্দদিন দুআগুলো আদায়ে যত্নবান হওয়া। খাওয়া, পড়া, ঘুমানো, টয়লেটে যাওয়া, ওযুর দুআ, সালাম, ঘরে প্রবেশ ও বের হওয়ার দুআ, উচু-নিচু ও সমতলে চলার তাসবীহ এসবই আমলের অভ্যাস ই রমজানেই শুরু হোক।
যারা সৌদিতে গিয়েছেন, তাঁরা হয়ত খেয়াল করেছেন- অনেক সময় রাস্তায় বড় বড় সাইনবোর্ড লাগানো আর তাতে লিখা “আলহামদুলিল্লাহ” “আল্লাহু আকবার” লা ইলাহা ইল্লাল্লাহ” ইত্যাদি। যেন গাড়িতে যেতে যেতে পথিকের যিকরের স্মরণ হয়।
এরকমই আপনারাও করতে পারেন। কাগজে লিখে বা প্রিন্ট করে নিয়ে মাসনুন দুআগুলো ঘরে লাগিয়ে নিন। যেমন খাওয়ার টেবিলে খাওয়া শুরু এ শেষের দুআ, টয়লেটের দরজায় ঢোকা ও বের হওয়ার দুআ, সিড়িতে উঠা-নামার যিকর, আয়নাতে আয়না দেখার দুআ, আলমারিতে কাপড় পড়ার দুআ ইত্যাদি লিখে লাগিয়ে দিলেন। আপনার মনে না থাকলেও দেখা মাত্র তা পড়ে নিতেন পারেন।
পাশাপাশি আরো একটা লাভ- এর ফলে আপনার ফ্যামিলির অনেকেই হয়ত তা পড়বেন। এর সওয়াবও কিন্তু আপনার খাতায়ও আসবে. (আমার নিকট কতিপয় দুআ লিখা আছে, আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। এজন্য অবশ্য আপনাদের ইমেইল আমার ইনবক্সে দিয়ে দিলে আমি পাঠিয়ে দেব ইনশা আল্লাহ।)
ঘ. এছাড়াও আপনারা যারা নিয়মিত তসবীহ আদায় করেন, কিংবা কারো ওজীফা পড়ে থাকেন, নতুবা এ রমজানে বেশি করে যিকরের রুটিন করেছেন সেসবও গুরুত্বের সাথে আদায় করুন।
আমি শুধু বলতে চাই, আমাদের কোন মুহূর্তই যেন আল্লাহ তাআলার যিকরের বাইরে না যায়। আর এসব যিকরের ক্ষেত্রে আন্তরিকভাবে আল্লাহর স্মরণ করি। এসবের অর্থের প্রতি খেয়াল করলে আন্তরিকতা আসবে ইনশা আল্লাহ।
আল্লাহ তাআলার যিকরে কাটুক আমাদের এই রমজান, হয়তবা আমাদের শেষ রমজান।
চলবে...
মোস্তফা মনজুর, সহকারি অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও
পিএইচডি গবেষক, নটিংহ্যাম ইউনিভার্সিটি, ইংল্যান্ড
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৮)
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৭)
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৬)
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৫)
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৪)
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ৩)
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ২)
- পবিত্র মাহে রমজান ও করণীয় আমল (পর্ব ১)
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের