Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মিরপুর

প্রকাশিত: ১২:৩১, ২৪ নভেম্বর ২০২১

বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর পোশাক শ্রমিকদের

রাজধানী ঢাকার মিরপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধ করে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও মিরপুর ১০ নম্বরে আসার আগে তাঁরা পোশাক কারখানাতেও ভাঙচুর করে এসেছেন।

আজ বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পরে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাকিজুর রহমান এ তথ‌্য নিশ্চিত করে জানান, সকাল থেকে কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমন পরিস্থিতিতে অফিসগামী অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আটকে রয়েছে রোগীবাহী এম্বুলেন্স ও জরুরি পরিবহন, বিপাকে পড়েছেন পথচারীরা। ওই সড়কে একই স্থানে ৩০ মিনিটেরও বেশি সময় থমকে রয়েছে পরিবহনগুলো।

অন্যদিকে কুড়িলে পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রগতি সরণির দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

পোশাক শ্রমিকরা জানিয়েছেন, গত মাসে আমাদের বেতন ১০ তারিখে দেয়ার কথা ছিল কিন্তু সেই বেতন আমাদের দিয়েছে ২৫ তারিখে। এ মাসেও ১০ তারিখ বেতন দেয়ার কথা থাকলেও আমাদের বেতন এখনও দেয়নি। আমাদের নিশ্চিত করছে না তারা কবে বেতন দিবে। এই জন্যই আমরা রাস্তায় নেমেছি।

বিক্ষোভকারীদের দাবি- কারখানা পুরোদমে চলছে। শিপমেন্টও ঠিকমতো যাচ্ছে কিন্তু আমাদের বেতন দিচ্ছে না। মালিক বলছে তাদের টাকা নাকি ব্যাংক দিচ্ছে না।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়