নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৩৫, ৭ ডিসেম্বর ২০২১
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরাদ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কল রেকর্ড ফাঁস, অভিনেত্রী মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি - সবকিছু নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নির্দেশ দিয়েছিলেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১ টার দিকে তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ তথ্য।
জানা গেছে, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্ত্রিপরিষদ বিভাগে এখনও জমা দেওয়া হয়নি। তবে তিনি পদত্যাগ পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অথবা সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে।
এর আগে সোমবার মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর এ নির্দেশ আসে।
২০১৯ সালের মে মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি জামালপুর-৪ (সরিষাবাড়ী উপজেলা) আসনের সংসদ সদস্য।
মাহিয়া মাহিকে উঠিয়ে নিয়ে এসে ধর্ষণের হুমকি দিয়েছিলেন মুরাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি কলরেকর্ড। সেখানে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দেন তিনি। তাঁকে উঠিয়ে নিয়ে এসে ধর্ষণ করতে চান এমন কথাও বলতে শোনা যায় তাঁকে।
কলরেকর্ড ও বিভিন্ন বেফাঁস মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে আলোচিত-সমালোচিত হচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। অভিনেতা ইমনকে ফোন দিয়ে ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে আসেন এমন নির্দেশও দেন তিনি।
ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে।
প্রতিমন্ত্রীর অশ্লীল কথার জবাব দিয়েছেন মাহিয়া মাহি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউডের চিত্রনায়ক ইমন ও মাহিয়া মাহির মধ্যকার কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্লিপটিতে শোনা যায়, মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলছেন মুরাদ।
এদিকে বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন মাহি। সেখান থেকেই কালো বোরকা ও কালো মাস্ক পরা মাহি ফেসবুক লাইভে আসেন।
মাহিয়া মাহির লাইভটি নিম্নরুপ-
ভাইরাল কলরেকর্ডটি সত্য
ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে মুখ খুলেছেন ইমন। তিনি বলেন, এই অডিওটি সত্য। ২ বছর আগে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। একজন মন্ত্রী যখন কল দেন তখন সেটা এড়িয়ে যাওয়া যায় না।
তিনি আরও বলেন, সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। কোনো অনুভূতি থেকে তিনি কথাগুলো বলছেন সেটা বোঝা যায়।
ইমন আরও বলেন, 'আমি কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাব কেন? এমন কোনো অভিযোগও কেউ করতে পারবে না। আমি মাহিকে নিয়ে গেছি- এমন কোনো কথা সেখানে নেই। আমি কিন্তু যাইনি, দুই মিনিট দুই মিনিট বলেছি, দুই মিনিটে কি যাওয়া যায়! আমি শুধু প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করেছি।'
ইমন আরও বলেন, 'মাহিকে যে এভাবে অশ্লীল ভাষায় কথা বলেছেন প্রতিমন্ত্রী, এটা আমি জানতাম না। মাহির হাতে ফোনটা দিয়ে আমি তখন ডিরেক্টরের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম। প্রতিমন্ত্রীর ফোনটি আমার নম্বরে এলেও আমার সেটে রেকর্ডিং অপশন নেই। আর মাহিও বিষয়টি নিয়ে আমার সঙ্গে সেভাবে আলোচনা করেনি।'
খালেদা জিয়ার নাতনিকে নিয়েও মুরাদ বলেছেন আপত্তিকর কথা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান করেছেন আপত্তিকর মন্তব্য। তিনি ফেসবুক লাইভে হেসে হেসে খালেদা জিয়ার পরিবারের সদস্যকে নিয়ে 'নারীবিদ্বেষী' কথা বলেন। অনলাইনে তাঁর মারাত্মক সমালোচনা হয়েছে।
এ ঘটনার পরপরই বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, তাঁর বক্তব্যটি তিনি প্রত্যাহার করবেন না। যা বলেছেন, বলেছেন। প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের পক্ষ থেকে কোনো চাপও নেই।
এদিকে প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। খুলনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রদল ও যুবদল।
মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছেও বলে জানান ওবায়দুল কাদের। তিনি জানান, মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলা হয়েছে।
মুরাদের অশ্লীল অডিও অপসারণে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে একদিনের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও-ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অডিও-ভিডিও সরাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামীকালের মধ্যে আদালতে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। বিস্তারিত...
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের