Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রকাশিত: ১৪:৩২, ৭ মে ২০১৯
আপডেট: ১৪:৩২, ৭ মে ২০১৯

মোবাইল চুরি করলেন ছাত্রলীগ নেতা!

জাবি প্রতিনিধিঃ জাবিতে ছাত্রলীগের এক নেতাকে মোবাইল করার অভিযোগে হল থেকে বের করে দিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। সোমবার রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে কৌশিক রহমান ওরফে শিমুল নামের ওই ছাত্রলীগ নেতাকে হল থেকে বের করে দেওয়া হয়। শিমুল জাবি শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। নাম প্রকাশ না করার শর্তে ওই হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হলের ৩৩০ নম্বর কক্ষ থেকে শাওমি ব্র্যান্ডের একটি মুঠোফোন চুরি হয়। একজন আবাসিক ছাত্র ওই চুরির ঘটনা দেখে ফেলেন। পরে হলের ছাত্রলীগের কয়েকজন নেতা বিষয়টির সত্যতা যাচাইয়ে কৌশিক রহমানকে মোবাইল চুরির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। এ সময় মোবাইল ফোন খুঁজতে কৌশিকের কক্ষে নেতারা গেলে তিনি কক্ষ থেকে বের হয়ে মোবাইলটি ফেলে দেওয়ার চেষ্টা করলে নেতা-কর্মীরা তাকে হাতেনাতে ধরেন। এরপর রাত আড়াইটার দিকে কৌশিক রহমানকে হল থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা জানান, ‘এ রকম কিছু তো শুনিনি। আমি তো জানতাম সে (কৌশিক রহমান) অসুস্থ। তাই তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল রাতে। যদি চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ফরিদ আহমেদ জানান, ‘এ রকম একটি ঘটনা শুনেছি। খোঁজখবর নিচ্ছি। যদি সত্যিই চুরির ঘটনা ঘটে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘যারা তাকে হল থেকে বের করে দিয়েছে, সেটাও নিয়মবহির্ভূত। কোনো শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে হল থেকে বের করে দিতে পারে না। যারা তাকে হল থেকে বের করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’  
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়