Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২০ এপ্রিল ২০২২

নিউমার্কেটে সংঘর্ষে তৃতীয় পক্ষ জড়িত, দাবি ব্যবসায়ীদের

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সোমবার রাত ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সূচনা হয় ব্যবসায়ীদের নিজেদের মধ্যের ঝগড়া থেকে। মূলত একে কেন্দ্র করে ব্যবসায়ীদের এক পক্ষের উস্কানিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ঘটনাটির দায়ভার নিতে রাজি নন কেউই।

ব্যবসায়ী দাবি এত বড় সংঘর্ষের পেছনে কোনো তৃতীয় পক্ষের হাত রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

২০ এপ্রিল (বুধবার) দুপুরে নিউ মার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংঘর্ষের ঘটনায় নিজেদের অবস্থান জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। এতে সমিতির সভাপতি হেলাল উদ্দিন সংঘর্ষের সময় সাংবাদিক ও অ্যাম্বুলেন্সে আক্রমণের নিন্দা জানান। 

তিনি বলেন, আমি মনে করি, কোনো ব্যবসায়ী বা ছাত্র এ কাজ করতে পারে না। এ ঘটনায় স্পষ্ট প্রতীয়মান, এখানে তৃতীয় পক্ষ জড়িত। এখানে ব্যবসায়ীরা ছিল না, ছাত্রও ছিল না।

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তারা ইট-পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়