Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ৫ মে ২০২২

ছুটি শেষে খুলেছে অফিস, সচিবালয়ে ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে খুলেছে অফিস। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম, সবার মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ। সকালে অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

বৃহস্পতিবার (০৫ মে) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা এখনও অনুপস্থিত। ঈদের পরের প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে গল্প-গুজব করেই সময় কাটছে অনেকের। 

সচিবালয়ে সকাল পৌঁনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। অনেক কক্ষই ফাঁকা। কোনো কোনো কক্ষে এখনো ঝুলছে তালা।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মে) অফিস করার পর আবার দু’দিন সাপ্তাহিক ছুটি। অনেকেই বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগ করছেন। আগামী রোববার থেকে সচিবালয়ে কর্মব্যস্ততা পুরোদমে শুরু হবে।

গত ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। গত ২৯ (শুক্রবার) এবং ৩০ (শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। ১ মে রোববার ছিল মে দিবসের ছুটি। এরপরের তিন দিন ছিল (২ থেকে ৪ মে) ঈদের ছুটি। সবমিলিয়ে টানা ৬ দিনের ছুটিতে ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। আর যারা বৃহস্পতিবার ছুটি নিয়েছেন তারা শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়