Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ৫ মে ২০২২
আপডেট: ১৪:১৮, ৫ মে ২০২২

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ৩ জন গ্রেপ্তার

মোয়াজ্জেম হোসেন সজীব,  মো. মাহমুদুল হাসান সিয়াম, মেহেদী হাসান বাপ্পি

মোয়াজ্জেম হোসেন সজীব, মো. মাহমুদুল হাসান সিয়াম, মেহেদী হাসান বাপ্পি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ মে) র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- মোয়াজ্জেম হোসেন সজীব (২৩), মেহেদী হাসান বাপ্পি (২১) ও কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ অংশগ্রহণকারী মো. মাহমুদুল হাসান সিয়াম (২১)।

আরও পড়ুন- শুক্রবার সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় আসানি

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকা নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে দু'জন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত ১ জন এবং সংঘর্ষের সূত্রপাতকারী ২ জনসহ মোট ৩ জনকে শরীয়তপুর ও কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

কারুকার্যখচিত ঈদগাহের আলোকসজ্জা

ব্রাহ্মণবাজার : হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়