আদিত্য কিশোর
লীলা নাগ ও তার সময়

বামপন্থী রাজনীতি কিংবা ব্রিটিশ বিরোধী আন্দোলন, নারী জাগরণের অন্যতম বোদ্ধা অথবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্রী- এই অনেকগুলো বিষয় আর কর্মকাণ্ডের সাথে যে মানুষটির নাম জড়িয়ে আছেন তিনি আমাদের সিলেটের লীলা নাগ।
তার জন্মগত নাম লীলা নাগ, বিয়ের পর লীলা রয় নামে পরিচিত হন। লীলাবতি রয় নামেও অনেকে চিনেন। জন্ম ২ অক্টোবর ১৯০০ সাল, ব্রিটিশ বাংলা প্রেসিডেন্সির গোয়ালপাড়া, আসাম। পৈত্রিক নিবাস- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নে।
লীলা নাগের বাবা গিরিশ চন্দ্র নাগ ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর গৃহশিক্ষক এবং ম্যাজিস্ট্রেট। সেই সুবাদে নেতাজির সাথে লীলার রাজনৈতিক ঘনিষ্ঠতা, রাজনৈতিক চলাফেরা। তিনি নেতাজির অন্যতম সহচর ছিলেন, এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে লীলার ভূমিকা অগ্রণী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লীলানাগ নেতাজির সরাসরি সংস্পর্শে আসেন, ১৯২১ সালের বাংলার বন্যায় 'ঢাকা উমেন্স কমিটি' গঠন করে কর্মীদের নিয়ে ত্রান সংগ্রহ করেন ও নেতাজিকে বন্যা মোকেবেলায় সাহায্য করেন। ১৯৩১ সালে 'জয়শ্রী' নামক প্রথম নারী পরিচালিত, নারী লেখকদের দ্বারা লিখিত ম্যাগাজিন নিয়মিত প্রকাশ করেন। যা তখন অনেক জনপ্রিয় হয়ে উঠে। উল্লেখ জয়শ্রী নামটি কবিগুরু রবীন্দ্রনাথের দেওয়া।
লীলা কলকাতার বেথুন কলেজ থেকে ইংরেজিতে গোল্ড মেডেলসহ অনার্স শেষ করেন, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী পড়ার সুযোগ ছিলো না। লীলা এবং তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে লড়াই করে তৎকালীন উপাচার্য ফিলিপ হার্টজের স্পেশাল পার্মিশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এবং মাস্টার্স ডিগ্রি নিতে সমর্থ হন।
নারী শিক্ষার ক্ষেত্রে সেসময় এটি ছিলো বিপ্লবী লীলা নাগের একটি গুরুত্বপূর্ণ লড়াই। সে লড়াইয়ে লীলা নাগ জিতেছিলেন, তাঁর সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোলে গিয়েছিলো নারীদে জন্য উচ্চতর শিক্ষার দোয়ার। তিনি নারী শিক্ষা ও অধিকারে ছিলেন সমূহ সচেতন। ঢাকার ২য় নারী শিক্ষাস্কুল প্রতিষ্ঠা করে- নারীদের দক্ষতা অর্জন, শিক্ষাসহ নিজেদের রক্ষার্থে মার্শাল আর্ট শিখন চালু করেন। তাছাড়াও তিনি বহু নারী উন্নয়ন প্রতিষ্ঠান ও স্কুল গড়ে তুলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লীলানাগ নেতাজির সরাসরি সংস্পর্শে আসেন, ১৯২১ সালের বাংলার বন্যায় 'ঢাকা উমেন্স কমিটি' গঠন করে কর্মীদের নিয়ে ত্রান সংগ্রহ করেন ও নেতাজিকে বন্যা মোকেবেলায় সাহায্য করেন। ১৯৩১ সালে 'জয়শ্রী' নামক প্রথম নারী পরিচালিত, নারী লেখকদের দ্বারা লিখিত ম্যাগাজিন নিয়মিত প্রকাশ করেন। যা তখন অনেক জনপ্রিয় হয়ে উঠে। উল্লেখ জয়শ্রী নামটি কবিগুরু রবীন্দ্রনাথের দেওয়া।
লীলা ১৯২৩ সালে ঢাকায় 'দীপালি সংঘ' নামক এক রাজনৈতিক সংগঠন গড়ে তুলেন। যেখানে নারীদের বিপ্লব ও সশস্ত্র সংগ্রামের শিক্ষা দেওয়া হতো। প্রীতিলতা ওয়েদ্দেদার এই সংঘ থেকে সশস্ত্র বিপ্লবের দীক্ষা নেন। তারপর তিনি আইন অমান্য আন্দোলনে যোগ দেন এবং ছয় বছর কারাবরণ করেন।১৯৩৮ সালে তিনি নেতাজি কর্তৃক কংগ্রেসের ন্যাশনাল প্ল্যানিং কমিটি অব কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। ১৯৩৯ সালে অনীল চন্দ্র রয়কে বিয়ে করেন এবং নেতাজি কংগ্রেস ত্যাগ করলে অনীল-লীলা ফরোয়ার্ড ব্লকে যোগদান করেন।
১৯৪১ সালের ঢাকার জাতিগত দাঙ্গার সময় অনীল লীলা দম্পতি শরৎচন্দ্র বসুর সাথে 'ইউনিটি বোর্ড' ও 'ন্যাশনাল সার্ভিস বিগ্রেড' গঠন করেন। ভারত ছাড় আন্দোলনের সময় এ দম্পতি কারারুদ্ধ হন, এবং জোরপূর্বক তার ম্যাগাজিন বন্ধ করা হয়। ১৯৪৬ সালে মুক্তি পেলে তিনি 'Constituent Assembly of India' এর সভ্য নির্বাচিত হন।
দেশভাগের সময় নোয়াখালীতে গান্ধীজির সাথে তার দেখা হয়। গান্ধীজির পৌঁছানোর আগেই লীলা সেখানে ক্যাম্প নির্মাণ করেন ও প্রায় ৪০০ জন নারীকে উদ্ধার করেন। দেশভাগ হলে তিনি কলকাতা ফিরে এলেও সেখানে রিফিউজি ক্যাম্প গড়ে তুলেন। তিনি দেশভাগের আগে নোয়াখালী অঞ্চলে মোট ১৭টি রিফিউজি ক্যাম্প গড়ে তুলেন।
১৯৪৭ সালে তিনি পশ্চিমবঙ্গে 'জাতীয় মহিলা সমিতি' নামক আরেকটি সংগঠন করেন। ১৯৬০ সালে তিনি ফরোয়ার্ড ব্লক(সুভাষপন্থী) ও প্রজা সোশ্যালিস্ট পার্টির চেয়ারপার্সন নির্বাচিত হোন কিন্তু তাদের কার্যকলাপে সন্তুষ্ট না হওয়ায় ১৯৬২ সালের দিকে সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। এরপর লীলা উত্তর প্রদেশের ভগবানজীর সংস্পর্শে আসেন। এবং মৃত্যুর আগ পর্যন্ত ১৯৭০ সাল পর্যন্ত তার সাথেই নিস্ক্রিয় রাজনীতি করেন।
আদিত্য কিশোর (মূল নাম অনিক দেব) শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- বিরাট স্বর্ণখনির সন্ধান পেলো উগান্ডা, বদলে যেতে পারে অর্থনীতি
- সৌদি থেকে হজের খুতবা সরাসরি প্রচারিত হবে বাংলাসহ ১৪ ভাষায়
আইনিউজ/এইচএ
আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও
কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা
কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা
কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের