Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২২ জুলাই ২০২২

লোডশেডিং পর্যবেক্ষণ করে আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

বিদ্যুতের সংকট মোকাবেলায় সারাদেশে শিডিউল করে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে সরকারের এই সিদ্ধান্ত। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২২ জুলাই) সকালে সাংবাদিকদের এ কথা জানান নসরুল হামিদ।

জ্বালানি প্রতিমন্ত্রী জানানন, কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে।

‘দিনে দেড় থেকে দুই হাজার মেগাওয়াট লোডশেডিং চলছে’ উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘এ পরিস্থিতি সাময়িক। গ্রাহকরাও এটিকে বিশেষ পরিস্থিতি হিসেবে মেনে নিচ্ছেন।’

এক সপ্তাহ বা ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী আরো জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনে মোট ডিজেলের ১০ শতাংশ ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ ব্যবহার করা হয় সেচ ও পরিবহণ খাতে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়