Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৪, ২৫ জুলাই ২০২২

আদালতের অনুমতি ছাড়া ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না

সাক্ষ্য আইনের (সংশোধন) খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়া অনুযায়ী ভিকটিমকে আদালতের অনুমতি ছাড়া চারিত্রিক বিষয়ে প্রশ্ন করা যাবে না।

মন্ত্রিসভার বৈঠকে সাক্ষ্য আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সভায় অংশ নেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘গত ১৪ মার্চ সাক্ষ্য আইনের (সংশোধন) খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আইনের খসড়ায় ডিজিটাল আদালত, ডিজিটাল সাক্ষ্য ইত্যাদি কিছু বিষয়েও সংশোধনের প্রস্তাব করা হয়েছে।’

সংশোধনীর বিষয়বস্তু বলতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনেক সময় বিপক্ষের লোকজনের মধ্যে ভিকটিমকে চরিত্রহীন প্রমাণ করার প্রবণতা থেকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়। এটি নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে।’

‘কারও চারিত্রিক বিষয়ে প্রশ্ন করতে হলে আগে আদালতের অনুমতি নিতে হবে। আদালতই বিবেচনা করবেন কারও চারিত্রিক বিষয়ে প্রশ্ন করা যাবে কি না’—যোগ করেন খন্দকার আনোয়ারুল।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ শিল্প-নকশা আইন ও গ্রাম আদালত (সংশোধন) আইনের খসড়া, সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা এবং বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচলসংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়