Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ২৯ জুলাই ২০২২

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ ইউক্রেনীয় নিহত: রাশিয়া

যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্স দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত অঞ্চলের এক কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ৪০ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থার বরাত দিয়ে শুক্রবার (২৯ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। 

রুশ মন্ত্রণালয়ের দৈনিক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, মার্কিন নির্মিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এম-১৪২ হিমার্স) ওলেনিভকা অঞ্চলের এক  প্রি-ট্রায়াল বন্দিশালায় আঘাত হানে। এতে যুদ্ধে আটক ইউক্রেনীয় সামরিক বাহিনীর সদস্যরা ছিল। 

দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামলার ফলে ৪০ জন ইউক্রেনীয় বন্দি নিহত হয়েছে, আহত হয়েছে ৭৫ জন। এছাড়া কারাগারের ৮ জন স্টাফও আহত হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়