Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ৩ আগস্ট ২০২২

অজ্ঞান পার্টির খপ্পরে খোদ পুলিশ কর্মকর্তা

বেলা আড়াইটার দিকে বাস থেকে ওই পুলিশ কর্মকর্তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়

বেলা আড়াইটার দিকে বাস থেকে ওই পুলিশ কর্মকর্তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়

রাজধানীতে চলন্ত বাসে সাধারণ মানুষের অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার কথা হরহামেশাই শোনা যায়। কিন্তু এবার রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক পুলিশ কর্মকর্তাই। পুলিশ কর্মকর্তার নাম মো. শফিকুল ইসলাম (৫২)। তিনি গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, ফার্মগেট ও কারওয়ান বাজারের মাঝামাঝি এলাকায়  বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটার দিকে বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে উদ্ধারকারী ঠিকাদার সাইফুল ইসলাম জানান, দুপুরে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলামের ফোন থেকে তাকে কল করে বলা হয়, বাসের ভিতর এক লোক অচেতন হয়ে পড়ে আছেন। পরে তিনি ওই এলাকায় গিয়ে এয়ারপোর্ট থেকে গুলিস্তানগামী বিআরটিসি দ্বিতল বাস থেকে তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, শফিকুল ইসলাম বাসার ফার্নিচার বানানোর জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি তাকে ফার্নিচার তৈরির কাঠ ও ফ্লাই বোর্ড কেনার কথা জানান। সকালে দক্ষিণখান আশকোনার বাসা থেকে তিনি কারওয়ান বাজার যাচ্ছিলেন। সাইফুলও কারওয়ারবাজারে গিয়ে তাকে মালামাল কিনতে সহযোগিতার কথা ছিল।

এদিকে, শফিকুল ইসলামের ভাগিনা জাহিদ হাসান মুন্না জানান, শফিকুল ইসলাম পরিবার নিয়ে দক্ষিণ আশকোনা এলাকায় থাকেন। সকালে বাসা থেকে একাই বের হন মালামাল কিনতে। বিকেলে খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে অচেতন অবস্থায় তাকে দেখতে পান। তার সঙ্গে আনুমানিক ২ লাখ টাকা ছিল বলে ধারণা তাদের। সেই টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা টাকা নিয়ে গেছে। তবে তার কাছে মোবাইল পাওয়া গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, স্টমাক ওয়াশ করানোর পর তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়