নিজস্ব প্রতিবেদক
ডলারের বাজারে আগুন, বর্তমান দাম ১১৯ টাকা
এই সুযোগে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ডলার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বিভিন্ন খাতে প্রভাব ভোগ করছে বাংলাদেশও। দেশের অর্থ বাজারে বর্তমানে ডলার সঙ্কট দেখা দিয়েছে। সহজে পাওয়া যাচ্ছে না ডলার। যেখানে পাওয়া যাচ্ছে দাম হাঁকা হচ্ছে অতিরিক্ত। তাছাড়া, অনেক জায়গায় এই সুযোগে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ডলার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। সর্বশেষ ডলার যে দামে বিক্রি হচ্ছে তা সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। বর্তমানে ১১৯ টাকা দরে ডলার বিক্রি চলছে।
ডলার ব্যবসার সঙ্গে যুক্ত একজন জানান, চাহিদার বিপরীতে বাজারে ডলারের সংকট রয়েছে। যার জন্য এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খোলাবাজার ব্যবসায়ীরা বলছেন, তীব্র সংকট রয়েছে ডলারের। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।
ডলারের এই সংকট শুধু খোলা বাজারে নয়, বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৮ থেকে ১১০ টাকার ওপরে নগদে ডলার বিক্রি হচ্ছে।
জানা গেছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলারের সংকট। মানুষ বিক্রির চেয়ে কিনছেন বেশি। এদিকে এতদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।
চলমান করোনা মহামারির মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি ব্যয় বৃদ্ধি এবং রেমিট্যান্স কমে যাওয়ায় গত কয়েক মাস থেকেই দেশে ডলারের সংকট চলছে। বাংলাদেশ ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৯৫ টাকা দরে ডলার বিক্রি করছে। গত বছরের জুলাইয়ে প্রতি ডলারের বিপরীতে বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরে টাকার মূল্য ১২ শতাংশের বেশি কমেছে।
- ডলার সঙ্কট: খোলা বাজারে রাজস্ব ফাঁকি দিয়ে উঁচু দরে চলছে কেনাবেচা
- মৌলভীবাজারে অবাধে চলছে ডলার-পাউন্ড কেনাবেচা
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের