Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫১, ৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১০:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২২

আকবর আলি খান আর নেই : শায়িত হবেন বুদ্ধিজীবী কবরস্থানে

আকবর আলি খান

আকবর আলি খান

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান আর নেই। 

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমআ রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। সেখানেই তিনি চিরদিনের জন্য শায়িত হবেন।

আকবর আলী খানের নাতি আশিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আকবর আলী খান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আকবর আলি খানের ভাই কবির উদ্দিন খান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ভাই কবির উদ্দিন খান জানান, আকবর আলি খান অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যান। ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকবর আলি খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক বর্ণাঢ্যময় কর্মজীবনের অধিকারী। তিনি ছিলেন সাবেক সচিব, শিক্ষক, অর্থনীতিবিদ ও সুলেখক।

আরো পড়ুন

আই নিউজ/এইচকে

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

আলী আমজাদে রিইউনিয়ন

 

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়