নিজস্ব প্রতিবেদক
এবারের পূজায় মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা রাখার নির্দেশ
![মণ্ডপগুলোতে একটি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্বেচ্ছাসেবক দল রাখারও নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মণ্ডপগুলোতে একটি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্বেচ্ছাসেবক দল রাখারও নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর](https://www.eyenews.news/media/imgAll/2021April/দুর্গাপূজার-মণ্ডপে-সিসি-ক্যামেরা-রাখার-নির্দেশ-eyenews-2209111420.jpg)
মণ্ডপগুলোতে একটি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্বেচ্ছাসেবক দল রাখারও নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এবারের পূজায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে প্রত্যেকটি পূজা মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনে পূজা উদযাপন পরিষদকে পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সেই সঙ্গে মণ্ডপগুলোতে একটি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য স্বেচ্ছাসেবক টিম রাখারও কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
গত দুর্গাপূজায় কুমিল্লায় সহিংসতার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেখানে যদি স্বেচ্ছাসেবক দল থাকতো তাহলে কোনো লোক মধ্যরাতে এসে চুপি চুপি কোরআন শরীফ রেখে যেতে পারতো না। আর যদি সিসি ক্যামেরাও থাকতো তাহলে অপরাধীকে দ্রুত খুঁজে বের করা যেতো। তাই এবার আমরা সবাইকে বলেছি যেন মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এবার পূজামণ্ডপ বেড়েছে। সারাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা বলেছি এই সংখ্যা আর যেন না বাড়ে। সেজন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ করা হয়েছে।’
পূজাকে কেন্দ্র করে সরকারের নেওয়া উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সকল পূজা মণ্ডপে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তাবাহিনী কর্মী নিয়োজিত থাকবে। শিশু ও নারীদের নিরাপত্তায় ইভটিজিং বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো জরুরি কাজে ৯৯৯ কল করার ব্যবস্থা থাকবে। পুলিশ সদর দফতর ও জেলা পুলিশের কন্ট্রোল রুম থাকবে। সেখানে যেকোনো তথ্য জানাতে পারবেন সবাই।’
- যুক্তরাজ্যে বসে ফেসবুক স্ট্যাটাস, দেশে ছোট ভাই গ্রেপ্তার
- প্রথমবার চাতলাপুর বন্দর দিয়ে ত্রিপুরায় গেল ইলিশের চালান
আযানের সময়গুলোতে মসজিদসংলগ্ন মন্দিরে শব্দযন্ত্র সীমিত রাখার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পূজায় আগতদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পূজা মণ্ডপকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকাসহ যেসব স্থানে যানজটের আশংকা রয়েছে সেসব স্থানে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর মনিটরিং করা হবে। পূজাকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশংকা নেই।’
উল্লেখ্য, ২০২০ সালে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে দেশে। কুমিল্লায় পূজামণ্ডপে পরিকিল্পিতভাবে কোরআন শরীফ রেখে চালানো হামলায় মৃত্যুর ঘটনাও ঘটে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের