Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ২০ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৮:১০, ২০ সেপ্টেম্বর ২০২২

সানজিদাদের সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাস’

ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে নিয়ে আসা হবে সানজিদাদের

ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে নিয়ে আসা হবে সানজিদাদের

নেপালের বিপক্ষে ফাইনালে মাঠে নামার আগে নারী ফুটবল দলের মিড ফিল্ডার সানজিদা আক্তার কিছুটা আক্ষেপ নিয়েই যেন লিখেছিলেন-  'ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।'

সানজিদার আবেগঘন পোস্ট লাখো মানুষের মন ছুঁয়ে যায়। পোস্টের সূত্র ধরে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'সানজিদা ফেসবুকে লিখেছেন, তারা বিজয়ী হলে হয়তো কোনো ছাদখোলা বাসে তাদের আসা হবে না। তার এ আক্ষেপে আমরা ব্যথিত হয়েছি। দেশে সেভাবে ছাদখোলা কোনো বাস নেই। তারপরেও আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে তাদের নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হবে।'

সানজিদাদের এই আক্ষেপ ঘুচাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি'র একটি বাসের ছাদ কেটে প্রস্তুত করা হচ্ছে ছাদকাটা বাস। বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয় আজ মঙ্গলবার সকাল থেকে। আজকের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানা যায়।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ী দলটি আগামীকাল (২১ সেপ্টেম্বর) দেশে ফিরছে। বিমানবন্দরে নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়