হেলাল আহমেদ, আইনিউজ
সিলেটের ১৭টি সহ ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
![সুনামগঞ্জবাসীর স্বপ্নের রাণীগঞ্জ সেতু সুনামগঞ্জবাসীর স্বপ্নের রাণীগঞ্জ সেতু](https://www.eyenews.news/media/imgAll/2021April/হাওরাঞ্চলের-স্বপ্নের-রাণীগঞ্জ-সেতু-জগন্নাথপুর-সুনামগঞ্জ-eyenews-2211071123.jpg)
সুনামগঞ্জবাসীর স্বপ্নের রাণীগঞ্জ সেতু
যান চলাচল এবং বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেটে ১৭টি সেতু উদ্বোধন করেছেন।
সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে একসঙ্গে নবনির্মিত সেতুগুলো ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী সিলেটের ১৭টি সেতু ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে মোট ১০০টি সেতু উদ্বোধন করেছেন।
এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছটি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকায় দুটি ও কুমিল্লায় একটি সেতু।
এদিকে সেতু উদ্বোধন উপলক্ষে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রানীগঞ্জে দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিত রানীগঞ্জ সেতুর উদ্বোধনের আয়োজন সফল করতে স্থানীয় প্রশাসন ও সরকারি দলের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেতুটি দেখতে ভীর জমিয়েছেন হাজারো মানুষ। নির্মাণের শুরু থেকেই সেতুটি নিয়ে এ অঞ্চলের মানুষের আগ্রহ ছিলো।
এই সেতুর ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সম্প্রতি গণমাধ্যমকে বলেন, সুনামগঞ্জবাসীর বহুদিনের স্বপ্ন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কল্যাণে পূরণ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই এত বড় একটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হয়েছে।
এই সেতু ভাটির অর্থনীতির চিত্র বদলে দেবে। লাখো কৃষকের উৎপাদিত পণ্য এখন রাজধানীতে সহজেই পৌঁছে যাবে। সেতু উদ্বোধনের দিন উৎসব করবেন ভাটির মানুষ।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে গণমাধ্যমকে বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে ১০০ সেতু উপহার দেবেন। আজ তারই বাস্তব রূপ ফুটে ওঠলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার শত সেতু উদ্বোধনের মধ্য দিয়ে।
ওবায়দুল কাদের বলেছিলেন, যাতায়াতের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে নিরবচ্ছিন্ন ও সহজ করার পাশাপাশি সেতুগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের