নিজস্ব প্রতিবেদক
করোনার চতুর্থ ডোজ আজ থেকে
![করোনা টিকা। ছবি- সংগৃহীত করোনা টিকা। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/করোনার-চত্ররথ-ডোজের-তীকা-আজ-ঠেকে-ষূড়ূ-EYENEWS-2212201055.jpg)
করোনা টিকা। ছবি- সংগৃহীত
আজ থেকে সারাদেশে একযোগে শুরু হবে করোনাভাইরাসের চতুর্থ ডোজের টিকা প্রদান। তবে এ কার্যক্রমের শুরুতেই আগের ডোজগুলোর মতো গণহারে টিকা দেওয়া হবে না। প্রথম ভাগে পাঁচ শ্রেণীর নাগরিককে চতুর্থ ডোজের টিকা প্রদান করা হবে।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশে সিটি কর্পোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতাল থেকে করোনা টিকার চতুর্থ ডোজ নেয়া যাবে। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা পাবেন। যাদের তৃতীয় ডোজ নেয়ার চার মাস হয়েছে, তারাই চতুর্থ ডোজ নিতে পারবে।
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক জানান, সারাদেশের প্রতিটি কেন্দ্রে অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজ প্রয়োগ করা হবে। টিকাদান কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি শেষ।
২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে প্রথমবারের মতো করোনা টিকার প্রয়োগ শুরু হয়। একই বছরের এপ্রিলে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়। এরপর চলতি বছরের ১৯ জুলাই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ প্রথম ডোজ টিকার আওতায় এসেছেন। এ ছাড়া সাড়ে ১২ কোটি মানুষ দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ পেয়েছেন ৬ কোটির বেশি মানুষ।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারের বীর শহীদ আব্দুল মুকিতের বীরত্বগাঁথা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের