আই নিউজ ডেস্ক
একজনকে খুঁজতে ওই ভবনে চলছে তৃতীয় দিনের উদ্ধার কাজ
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। মূলত ভবনের বেজমেন্টে অবস্থিত বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার নিখোঁজ মেহেদী হাসান স্বপনের সন্ধানেই তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়। মেহেদী হাসান স্বপনের স্বজনদের দাবি, ভবনের নিচে তার মরদেহ পাওয়া যেতে পারে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ক্ষতিগ্রস্ত ভবনটির বেজমেন্টে এ উদ্ধার অভিযান শুরু হয়। তবে আজকের উদ্ধার কাজে কোনো ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে না বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় আমরা কাজ শুরু করেছি। ভবনের নিচে প্রচুর পানি থাকায় সেগুলো অপসারণ করে উদ্ধারকাজ শুরু করা হয়। তবে আজ কোনো ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। প্রতিটি ফ্লোরে আমরা অভিযান চালাবো।
স্বপনের চাচাতো ভাই ইত্তেহাদ লিংকন বলেন, ঢাকার প্রত্যেকটি হাসপাতালে এবং মর্গে খুঁজেছি, কোথাও তাকে পাইনি। আমরা নিশ্চিত, তাকে এখানেই পাওয়া যাবে। কারণ ঘটনার সময় তিনি ভবনেই ছিলেন।
এর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। তবে বিশেষজ্ঞ দল ঝুঁকি নির্ণয় করলে বুধবার বিকেলে পুনরায় শুরু হওয়া উদ্ধার অভিযান চলে রাত পর্যন্ত। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবন ধসে পড়েনি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের