আই নিউজ ডেস্ক
পরীক্ষামূলকভাবে পদ্মার উপর দিয়ে চলবে মোটরসাইকেল
উদ্বোধনের পর থেকেই ব্যস্ত সড়কে পরিণত হয়েহে পদ্মা সেতু।
পরীক্ষামূলকভাবে দেশের সর্ববৃহৎ ব্রীজ পদ্মা সেতুর উপর দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ঈদ যাত্রার ভোগান্তি নিরসনে আগামী ২০ এপ্রিল থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের সভা শেষে এ কথা জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী এসময় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলবে।
ওবায়দুল কাদের আরও বলেন, পরীক্ষামূলকভাবে আগামী ২০ এপ্রিল সকাল ৬ টা থেকে পদ্মা সেতুতে চলবে মোটর সাইকেল। তবে মূল সেতু নয়, চলবে বাম পাশের সার্ভিস লেন দিয়ে। এ সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আবারও বন্ধ করে দেওয়া হবে এ সুবিধা।
গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার।
ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের