আই নিউজ ডেস্ক
ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
পেঁয়াজের দাম এভাবে বাড়তে থাকলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে আজ বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও বৈশ্বিক বিষয়াবলিবিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল হেলেনা কনিগের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাজারে পেঁয়াজের দাম অল্প দিনের ব্যবধানে অনেক বৃদ্ধির বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত হওয়ার কারণে আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। বাজারে তদারক করা হচ্ছে। যদি পেঁয়াজের দাম বাড়তেই থাকে, তাহলে আমদানি করা হবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা। ১ মাস আগে যা ছিল ৩০ থেকে ৪০ টাকা। সেই হিসাবে এক মাসে দাম বেড়েছে ৭৯ শতাংশ।
টিসিবির হিসাবে বাজারে আমদানি করা পেঁয়াজের দাম এখন প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা। এক মাস আগে আমদানি করা পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা। এক মাসের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৫৯ শতাংশ।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) মাধ্যমে নির্ধারিত মূল্যে বাজারে চিনি বিক্রয় করা হচ্ছে কি না, তা তদারক করতেও আগামী সপ্তাহ থেকে অভিযান পরিচালনা করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। বিটিটিসির সুপারিশ অনুযায়ী খোলা চিনি প্রতি কেজি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ১২৫ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ীদের জানানো হয়েছে। তাঁরা এই মূল্যে বাজারে বিক্রি করছেন কি না, তা দেখার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হবে।
ভোজ্যতেলের দাম কমানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের মূল্য বেড়েছে ভ্যাট প্রত্যাহারের কারণে। মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছিল শুল্ক ছাড় অব্যাহত রাখার জন্য। কিন্তু তারা তা করেনি। প্রয়োজনে আবার চিঠি দেওয়া হবে। বাজেট সামনে। এ নিয়ে কাজ চলছে।
ইইউভুক্ত দেশের বাজারে ২০৩২ সাল পর্যন্ত অস্ত্র ছাড়া সব বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানান টিপু মুনশি।
টিপু মুনশি জানান, বিশ্বের শীর্ষ ১০টি সবুজ কারখানার মধ্যে ৯টি এবং শীর্ষ ১০০টি সবুজ শিল্প প্রকল্পের মধ্যে ৪৮টিই বাংলাদেশে রয়েছে। আরও ৫৫০টি কারখানা পরিবেশবান্ধব কারখানার সনদ পাওয়ার প্রক্রিয়াধীন। এ ছাড়া ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের মাধ্যমে প্রত্যয়িত ১৯২টি গ্রিন পোশাক কারখানাও রয়েছে বাংলাদেশে।
আইনিউজ/ইউএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের