আই নিউজ ডেস্ক
আজ থেকে শাহ আমানতে ফ্লাইট ওঠানামা শুরু

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় আজ সোমবার (১৫ মে) নিয়মিত ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের কারণে শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। রবিবার রাত ১২টার পর আমাদের কোনো ফ্লাইট নেই। সোমবার সকাল থেকে সচল হয়ে যাবে বিমানবন্দর। আমরা ফ্লাইট চালুর জন্য সব জায়গায় যোগাযোগ করছি।
এদিকে শনিবার সকাল ৭টা থেকে কক্সবাজার বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)।
ঘূর্ণিঝড় মোখা এরইমধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। নানা আশঙ্কা থাকলেও এর তেমন প্রভাব পড়েনি চট্টগ্রামে। শুধুমাত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং হালকা বাতাসেই সীমাবদ্ধ ছিল।
আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ অ্যালার্ট-৪ জারি হয়। স্থগিত হয়ে যায় পণ্য খালাসের কার্যক্রম। জেটি থেকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয় বড় জাহাজগুলো ও লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর সদরঘাট থেকে শাহ আমানত সেতুর আশেপাশের এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় এবং সংকেত নেমে যাওয়ায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।
আইনিউজ/ইউএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের