আই নিউজ ডেস্ক
জাতিসংঘের স্বীকৃতি পেল প্রধানমন্ত্রীর ‘কমিউনিটি ক্লিনিক’ মডেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনার ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলটি জাতিসংঘে গৃহীত হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ।
আজ বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের এক বৈঠকে প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এদিন সংস্থাটির সদর দফতরে বিশ্ব সম্প্রদায়ের সবার সম্মতিতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি রেজুলেশন গৃহীত হয়েছে।
‘সম্প্রদায়ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা: সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শীর্ষক একটি রেজুলেশন সর্বসম্মতিতে গ্রহণ করা হয়েছে জাতিসংঘে। এতে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার অভূতপূর্ব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বিভিন্ন সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বলেন, ‘এটি বাংলাদেশের উন্নয়নের একটি ঐতিহাসিক স্বীকৃতি।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত এবং একটি অনন্য সাধারণ স্বাস্থ্যসেবা মডেল, যেটাকে রেজুলেশনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ ফর কমিউনিটি ক্লিনিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তারই স্বীকৃতি দেয়া হয়েছে। এটা বিশ্বের অন্যান্য দেশেও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।’
বুধবার (১৭ মে) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর এ ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি এটা বাংলাদেশের সবার জন্য গর্বের।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের