Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:১৩, ২৭ জুন ২০২৩

জুলাই থেকেই বেতন বাড়ছে সরকারি চাকুরেদের

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে আসন্ন জুলাই মাস থেকেই। উচ্চ মূল্যস্ফীতির বিশেষ পরিস্থিতিতে সরকারি চাকুরেদের প্রণোদনা হিসেবে মূলত বেতনের ৫ শতাংশ বাড়তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তা ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র। 

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেওয়ার কথা জানান তিনি।

এর পরেরদিন সোমবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে। এর সারসংক্ষেপ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পরে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আশা করা হচ্ছে, জুলাইয়ের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

সূত্র জানায়, সরকারি চাকুরেদের বর্ধিত ৫ শতাংশের জন্য সরকারের বাড়তি খরচ হবে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা। আগে এককালীন বাড়তি প্রণোদনার কথা বলা হচ্ছিল। তবে সেটা প্রতি মাসের বেতনের সঙ্গেই যুক্ত হবে। 

জুলাই শেষে সংশ্লিষ্ট মাসের বেতন তুলবেন সরকারি কর্মচারীরা। অর্থ বিভাগ চেষ্টা করছে, এর মধ্যেই যেন বাড়তি প্রণোদনাটা পান তারা। তবে আগামী মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে আগস্টে হবে। তবে বাড়তি বেতন জুলাই থেকেই কার্যকর হবে।

২০২৩-২৪ বাজেট ঘোষণার আগেই এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আভাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে তাদের বেতন বাড়ানো হবে। বার্ষিক বৃদ্ধি ৫ শতাংশ এবং নতুন প্রণোদনা ৫ শতাংশ মিলিয়ে তা সমন্বয়ও হয়।

প্রসঙ্গত : কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর গ্রেডভেদে সর্বোচ্চ ৫ শতাংশের মতো বৃদ্ধি হয়। এক্ষেত্রে গ্রেড ৬ থেকে ২০ পর্যন্ত পদে ৫ শতাংশ বেতন বাড়ে। এর ওপরের গ্রেডে বৃদ্ধির হার কিছুটা কম। ঘোষণা ছাড়াই এটা জুলাই থেকে মূল বেতনের সঙ্গে যোগ হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়