হেলাল আহমেদ
বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময় ২০২৩

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময় ২০২৩
বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময় সূচি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঈদে বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।
গেল রোববার (২৫ জুন) ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত হবে। এরপর ধারাবাহিকভাবে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় ও সকাল ১০টা ৪৫ মিনিটে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ঈদ জামাত হবে।
ঈদের জামাতে যারা ইমাম ও মোকাব্বির
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন আব্দুল হাদী।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মুহীউদ্দিন কাসেম। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ কারি মো. আতাউর রহমান।
তৃতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন মো. শহিদ উল্লাহ।
চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মো. রুহুল আমিন।
পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মো. জহিরুল ইসলাম।
এই পাঁচ জামাতে যদি কোনো ইমাম উপস্থিত না থাকেন তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে মাওলানা জাকির হোসেনের।
এদিকে ঈদের দিন জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় মোতায়েন থাকবে পুলিশ সদস্য।
মৌলভীবাজার টাউন ঈদগাহ : ঈদ জামাতের সময়সূচি ২০২৩
মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) টাউন ঈদগাহ মাঠে এবছরও পবিত্র ঈদুল আযহার প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
তিনটি জামাতের সময়সূচি
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭.৩০ টায়। তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮.৩০ টায়।
যারা ইমামতি করবেন
প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের (কোর্ট মসজিদ) পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শামসুল হক। সানি ইমাম হিসেবে থাকবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম মাওলানা হাম্মাদ বিল্লাহ।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মকবুল হোসাইন খান।
-
সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে ঈদের নামাজ ও কুরবানি
-
একদিন আগেই ঈদ পালন করলেন দিনাজপুরের হাজারো মুসলিম
তৃতীয় জামাতে ইমামতি করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
পৌর মেয়রের ঈদ শুভেচ্ছা
পৌরসভার মেয়র ফজলুর রহমান আই নিউজকে জানান, ঈদগাহ কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুয়ায়ী টাউন ঈদগাহ মাঠে বরবারের মতো পৌরসভার তত্ত্বাবধানে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
মেয়র ফজলুর রহমান বলেন, ‘ঈদগাহে মাঠে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সবাইকে সুন্দর-সুশৃংখলভাবে ঈদের নামাজা আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
মৌলভীবাজার পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র ফজলুর রহমান।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের