আই নিউজ প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে অটোগ্রাফসহ জার্সি দিলেন এমিলিয়ানো মার্টিনেজ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমিলিয়ানো মার্টিনেজ। ছবি- সংগৃহীত
বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ সংক্ষিপ্ত সফরে আজ বাংলাদেশে এসেছেন। তাঁর সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে সোমবার (৩ জুলাই) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই বিশ্ব তারকা ফুটবলার। এসময় এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রীকে তাঁর অটোগ্রাফসহ একটি জার্সি উপহার দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে সোমবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান অ্যাস্টন ভিলায় খেলা এই
আর্জেন্টাইন তারকা গোলরক্ষক। এরপর কিছুখন হোটেলে বিশ্রাম নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের উত্তর বাড্ডার অফিসে প্রবেশ করেন তিনি। সেখানে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি সাক্ষাৎকারও দেন তিনি। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজাও উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক।
ঢাকা এসে একটা নাম মুখস্ত করে গেছেন মার্টিনেজ
বিশ্বকাপের আসরে দারুণ সব সেভের কারণে বাংলাদেশের ভক্তরা এমিলিয়ানো মার্টিনেজের নাম ফেলেছিলেন ‘বাজপাখি’। এমি ঢাকা পৌঁছার পর এ বিষয়ে তাকে জানানো হলে তিনি বাজপাখি শব্দটি মুখস্ত করার চেষ্টা করতে থাকেন।
মার্টিনেজকে বাংলাদেশে নিয়ে আসা প্রতিষ্ঠানে নেক্সট ভেঞ্চারের গালিব নামের একজন এমিকে বিমানবন্দরে রিসিভ করতে যান। সে অভিজ্ঞতা সম্পর্কে গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’
এসময় মার্টিনেজকে একজন বাংলাদেশি ভক্তের পাঠানো চিঠিও দেয়া হয়। যেখানে এমিলিয়ানো মার্টিনেজকে পছন্দের রং জিজ্ঞেস করা হয়েছিল। উত্তরে মার্টিনেজ জানান, ‘নীল এবং সাদা।’
বাংলাদেশ থেকে কলকাতা যাবেন মার্টিনেজ
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ সফরে সব কাজ সম্পন্ন হবার পরপরই ভারতের কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন এমি মার্টিনেজ। সেখানে আরও কিছু অনুষ্ঠানে যোগ দেবেন এই বিশ্ব ফুটবল তারকা।
এদিকে বাংলাদেশে ঢাকার বাড্ডায় দুপুরে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে যেখানে মার্টিনেজ উপস্থিত থাকবেন সেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার রাখা হয়নি।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তার এই বাংলাদেশ সফর। মার্টিনেজের সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত কয়েকজন স্টাফ।
বিশ্বকাপ আসরে অবিশ্বাস্য এক এমিলিয়ানো মার্টিনেজ
কাতার বিশ্বকাপের এবারের আসরে আর্জেন্টিনার হয়ে মেসির নামের পাশাপাশি আরেকজন যার নাম উচ্চারিত হয়েছে সহস্র কণ্ঠে তিনি এমিলিয়ানো মার্টিনেজ। বলা চলে এই বিগত বিশ্বকাপে আর্জেন্টিনার দশ ফুটবলার যদিও মাঠ সামলেছেন তো এমিলিয়ানো মার্টিনেজ একাই সামলেছেন গোলপোস্ট। অবিশ্বাস্য সব সেভ, পাঞ্চ আর ট্র্যাকলের মধ্য দিয়ে এমি এবারের আসরে আর্জেন্টিনার সব প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছিলেন এক বাধার দেয়াল।
এমি মার্টিনেজ যদিও বলেছিলেন- এবারের বিশ্বকাপের ট্রফি মেসির হাতে তুলে দিতে প্রয়োজনে তিনি প্রাণও দিতে প্রস্তুত আছেন। প্রতিদানও দিয়েছেনও সেভাবেই। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অপ্রতিরুদ্ধভাবে খেলে এবং তাক লাগানো কিছু সেভ দিয়ে আর্জেন্টিনাকে ভাসিয়েছেন ৩২ বছর ধরে বুকে লালিত স্বপ্নের স্রোতে।
মার্টিনেজের সফরে সরব কলকাতা, নিরব ঢাকা
মার্টিনেজের এই সফর নিয়ে কলকাতায় হইচই পড়ে গেলেও ঢাকায় তেমন প্রচার-প্রচারণা নেই। এর বড় কারণ, বিশ্বজয়ী এই গোলরক্ষকের সঙ্গে সাধারণ সমর্থকদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফলে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা তার সঙ্গে পরিচয় হচ্ছে না মার্টিনেজের।
অথচ এই উন্মাদনার কথা জেনেই বাংলাদেশে আসার আগ্রহের কথা নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। গত মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা আসার খবর নিশ্চিত করেছিলেন তিনি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের