হেলাল আহমেদ
আপডেট: ১৭:১৬, ১২ জুলাই ২০২৩
বায়তুল মোকাররমে চলছে শান্তি সমাবেশ, নয়াপল্টনে ‘নেই নেটওয়ার্ক’
আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতা-কর্মীদের ভিড়। ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিক গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার (১২ জুলাই) বেলা ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারাসহ বিপুল পরিমাণ নেতা-কর্মী যোগ দিয়েছেন। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
বেলা ১২টার পর থেকেই দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসা শুরু করেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।
রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিক গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বেলা ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ সফল করতে দলটির কেন্দ্রীয় নেতারাসহ বিপুল পরিমাণ নেতা-কর্মী যোগ দিয়েছেন। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
বেলা ১২টার পর থেকেই দলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে আসা শুরু করেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ইতোমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন।
এ সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। আশপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।
এদিকে কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন এলাকায় বিএনপি সমাবেশ করছে বিএনপি। দুপুরে শুরু হওয়া এই সমাবেশে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা আরও ৩৬টি দল সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে পারে বলে একাধিক নেতা জানিয়েছেন।
বুধবার বেলা ২টার পর দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়। এর আগে থেকেই ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগে বিপর্যয় তৈরি হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
সমাবেশে যোগ দেয়া অনেকে বলেন, ফোনে নেটওয়ার্ক নেই। ইন্টারনেট সেবাও নেই। যোগাযোগ করা যাচ্ছে না কারো সঙ্গে।
তবে অভিযোগ অস্বীকার করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক ড. শামজুজ্জোহা।
আ. লীগের সমাবেশে ২৫০ বাস কর্মী নিয়ে যাচ্ছেন গাজীপুরের বহিষ্কৃত জাহাঙ্গীর
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ এর সময় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম রাজধানীতে আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন ২৫০ বাস ৭০টি মাইক্রোবাস ভর্তি কর্মী নিয়ে। এরিমধ্যে সমাবেশে যোগ দিতে পরিবহণ ভর্তি কর্মী নিয়ে সমাবেশস্থলের দিকে রওনা দিয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
জানা গেছে, ক্ষমতাসীন দলটির সমাবেশে যোগ দিতে জাহাঙ্গীর আলম ২৫০টি বাস, ৭০টি মাইক্রোবাসে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বুধবার (১২ জুলাই ) দুপুরে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এসব তথ্য জানানো হয়। বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রায় কাছাকাছি সময়ে এক কিলোমিটার ব্যবধান দূরত্বে আজ সমাবেশ করছে বিরোধী দল বিএনপিও।
বর্তমানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ কিংবা কোনো পদ পদবী না থাকলেও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এর আগেই ঘোষণা দেন।
এর আগে জাহাঙ্গীর বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে শান্তি সমাবেশে যোগ দেয়ার প্রস্তুতি নিয়েছি। ৫০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দেয়ার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। আওয়ামী লীগকে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে।
দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র হয়েছিলেন জাহাঙ্গীর। এই সিটিতে গত ২৫ মের নির্বাচনে মেয়রপ্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু দল মনোনয়ন দেয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে।
ঋণখেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীরের প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। সাধারণ গৃহিণী থেকে বিশেষ পরিস্থিতিতে মেয়রপ্রার্থী হয়ে আলোচনায় আসেন ৬১ বছর বয়সী জায়েদা খাতুন। স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন।
রাজপথে দুই দলের শক্তি পরীক্ষা আজ, সংঘাত পরিহারের আহ্বান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিন্ন ২৩ শর্ত মাথায় রেখে আজ রাজধানীতে স্বল্পদূরত্বের ব্যবধানে সমাবেশ করবে আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি। আজকের সমাবেশের মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে দেশের প্রধান এই দুই দলের 'চূড়ান্ত শক্তি' প্রদর্শন ও পরীক্ষা হবে আজ। তবে সমাবেশে সকল ধরনের সংঘাত-সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনের।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমাবেশ করার অনুমতি নিয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে। এখানে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের পক্ষে বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা সই করা এক চিঠিতে বিএনপির সমাবেশের তথ্য জানানো হয়। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজকে দেওয়া চিঠিতে তাদের দলকে দেওয়া শর্তের কথা উল্লেখ করেছে ডিএমপি।
আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি একই সময়ে প্রায় এক কিলোমিটার ব্যবধান দূরত্বে বড় কর্মসূচির ডাক দেয়ায় রাজধানীতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার সতর্কবার্তায় রাজধানীসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে। দেশের বিশিষ্টজনরাও দুই দলের এই সমাবেশ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তারা রাজনৈতিক সমাবেশ করতে যাওয়া দুই রাজনৈতিক দলকে জনস্বার্থে যেকোন ধরনের সহিংসতা-সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন।
দুই দলের সমাবেশে সংঘাতের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান গণমাধ্যমকে বলেছেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতির চাপে খেটে খাওয়া মানুষ সংগ্রাম করছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাত তৈরি হলে সাধারণ মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে বিনিয়োগে ব্যাঘাত ঘটবে। যা আমাদের জন্য এই মুহুর্তে কাম্য নয়।
যদিও আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দল বলছে, বর্তমানে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মুখে নিজেদের শক্তি ও জনসমর্থন তোলে ধরার জন্য দু'পক্ষই আজ বড় জমায়েত করার চেষ্টা করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ কমপক্ষে কয়েক লাখ লোকের সমাগম করতে চেষ্টা চালাচ্ছে। বিএনপিও একইভাবে প্রস্তুতি নিয়েছে। তারাও সর্বোচ্চ লোক সমাগম করতে শক্তি প্রদর্শন করতে চায়। তাছাড়া, আজকের এই কর্মসূচি থেকে বিএনপির গুরুত্বপূর্ণ এক দফা দাবীর ব্যাপারে ঘোষণা আসবে। তাই তারাও আওয়ামী লীগের ন্যায় ঢাকার আশপাশের জেলা-উপজেলাগুলো থেকে বিএনপি কর্মীদের এনে জড়ো করছেন।
সংশ্লিষ্টরা দুই দলের সমাবেশ নিয়ে বলছেন- দুই দল আগেও এভাবে পাল্টাপাল্টি একাধিক সমাবেশ করলেও এবারের সমাবেশের চিত্র এবং প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। কারণ জাতীয় নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস। এই সময় তাই রাজপথে প্রধান দুই দলের কেউই কাউকে ছাড় দিতে রাজি নয়। দুই দলই তাদের সমাবেশকে সফল করতে মুখিয়ে আছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের