আই নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসন : ভোট বর্জন করলেন ট্রাকের প্রার্থী

ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। ছবি- সংগৃহীত
ঢাকা-১৭ আসন উপনির্বাচন ভোটগ্রহণ চলছে আজ। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণের কাজ। এদিকে এ আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম। এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ এনে এই বর্জনের ঘোষণা দেন তিনি।
সোমবার (১৭ জুলাই) বেলা পৌনে ১২টায় বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
তরিকুল ইসলাম বলেন, 'কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমি আশা করেছিলাম নির্বাচন হয়তো সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। কিন্তু তা হচ্ছে না।'
তিনি বলেন, 'আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের মতো ছোট ছোট স্বতন্ত্র প্রার্থীদের মূল্যায়ন করেন না। আমাদের কোনো কথা ও অভিযোগ তারা আমলে নেন না।'
তরিকুল ইসলাম বলেন, 'নির্বাচনে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়া এমন সব কারণে নিজের আত্মসম্মান থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি এই নির্বাচন বর্জন করলাম, সরে দাঁড়ালাম।'
বনানী মডেল স্কুলের ৫১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাথী মাহমুদ বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো। ভোট প্রয়োগের ক্ষেত্রে কারও কোনো বাধা নেই। তবে কেন্দ্রটিতে ভোটারের উপস্থিতি কিছুটা কম।
আসনটির সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হচ্ছে।
এদিকে কেন্দ্র থেকে এজেণ্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমও।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের