Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৪, ২০ জুলাই ২০২৩

ভারত থেকে এলো ডেঙ্গু, এইচআইভি টেস্টের কিট

হিলি স্থলবন্দর। ফাইল ছবি

হিলি স্থলবন্দর। ফাইল ছবি

ভারত থেকে ডেঙ্গু, এইচআইভি ও ম্যালেরিয়া টেস্টের কিট আমুদানি করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে হিলি স্থলবন্দর দিয়ে টেস্টের কিটগুলো আমদানি করা হয়েছে। এসব কিট রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। 

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হলে এসব কিটের পরীক্ষণ শুল্কায়ন করা হবে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান। এসব কিটের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ল্যাকটেড ইন্টারন্যাশনাল।

আমদানিকারক প্রতিষ্ঠান মনোনীত সিআ্যন্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এটি পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়ে গেছে। আমদানিকারক প্রতিষ্ঠান ল্যাকটেড ইন্টারন্যাশনাল সংশ্লিষ্ট সকল অনুমতি নিয়ে এলসি খুলেছে। বুধবার ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হয়েছে। বর্তমানে এসব বন্দরের ভেতরে রয়েছে।

সফিকুল ইসলাম জানান, আমদানিকারকের পক্ষ থেকে সকল কাগজপত্র পেলে এসব পণ্য খালাসে বৃহস্পতিবার কাস্টমসে বিল অব এন্ট্রি সাবমিট করা হবে। এরপরে কাস্টমস কর্তৃক পরীক্ষণ শুল্কায়ন সম্পন্ন হলে শুল্ক পরিশোধ করে বন্দর থেকে খালাস করে তা আমদানিকারকের নিকট পৌঁছে দেওয়া হবে। 

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বুধবার প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি করা হয়েছে। ভারত থেকে আমদানি করা এসব পণ্য কাস্টমস ও বন্দরের সব প্রক্রিয়া শেষে আমদানিকারকের প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়