আই নিউজ ডেস্ক
বিএনপি ও আ`লীগের সমাবেশ এক দিন পেছালো!

পূর্বঘোষিত দিন বৃহস্পতিবারের আগের রাতে কর্মসূচি এক দিন পেছানোর কথা জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
রাজধানীর নয়াপল্টনেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বৃহস্পতিবার নয়, দলটি এক দিন পিছিয়ে এ কর্মসূচি পালন করবে শুক্রবার।
এদিকে স্থান ও অনুমতি নিয়ে দিনভর নানা আলোচনার পর ঢাকায় সমাবেশের কর্মসূচি এক দিন পিছিয়ে শুক্রবার আয়োজনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের তিন সংগঠনও। যদিও কোনো পক্ষেরই সমাবেশের স্থান চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি।
পূর্বঘোষণা অনুযায়ী, বিএনপি এবং আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীতে দুটি সমাবেশ হওয়ার কথা ছিল। তবে বুধবার রাতে কর্মসূচি এক দিন পেছানোর কথা জানিয়েছেন সমাবেশ কর্মসূচি আয়োজনের দায়িত্বে থাকা নেতারা।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে কর্মসূচি এক দিন পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপরদিকে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাতে তাদের কর্মসূচি পেছানোর বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর নয়াপল্টনেই ‘মহাসমাবেশ’ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বৃহস্পতিবার নয়, দলটি এক দিন পিছিয়ে এ কর্মসূচি পালন করবে শুক্রবার।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এই সমাবেশ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। এ জন্য এরই মধ্যে ঢাকায় জড়ো হয়েছেন অনেক নেতা-কর্মীরা। তবে সমাবেশের স্থান ও পুলিশের অনুমতি নিয়ে দিনভর নানা আলোচনা চলে।
এমন প্রেক্ষাপটে রাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বিএনপি মহাসচিব। তিনি জানান, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শুক্রবার সমাবেশ করবেন তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে জুমার নামাজের পর।
আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের শান্তি সমাবেশ বৃহস্পতিবারের পরিবর্তে পরদিন শুক্রবার বিকেল তিনটায় করারা ঘোষণা দেয়া হয়েছে। এ সমাবেশ হবে পুরানো বাণিজ্যমেলা মাঠে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে সমাবেশের অনুমতি না পেয়ে বিকল্প ভেন্যু হিসেবে পুরানো বাণিজ্যমেলা মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত চূড়ান্ত করে এই তিন সংগঠন। কিন্তু মাঠটি খানা-খন্দ, পানি-কাদার কারনে ব্যবহার উপযোগী না হওয়ায় তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ এটি প্রস্তুত করার জন্য একদিন সময় চেয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, তারা তিন সংগঠনের শীর্ষ নেতারাই মাঠটি পরিদর্শন করেন। কিন্তু এটি ব্যবহার উপযোগী না হওয়ায় তারা কর্তৃপক্ষকে জানান। গণপূর্ত কর্তৃপক্ষ মাঠকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় চেয়েছে। তারাও তাতে সায় দিয়েছেন।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করে এই তিন সংগঠন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দেয়নি।
এর কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম মাকসুদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের খেলা রয়েছে, ক্লাস পরীক্ষাও চলছে। খেলার মাঠের পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। জনসমাগম ও জনদুর্ভোগ এড়াতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।’
আইনিউজ/ইউএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের