আই নিউজ ডেস্ক
অবশেষে কমল ডিমের দাম

ডিমের আরতে ক্যারেট ভর্তি মজুত করা ডিম। ছবি- আই নিউজ
রাজধানীসহ দেশের কাঁচাবাজারগুলোতে অবশেষে কমতে শুরু করেছে ডিমের দাম। বিগত কয়েকদিন ডিমে টানা অস্থিরতা ধরে রাখার পর ডজন প্রতি ৫ টাকা দাম কমিয়ে বাজারে ডিম বিক্রি করছেন বিক্রেতারা। ফার্মের মুরগির লাল ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে। আর সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকা।
আজ বুধবার (১৬ আগস্ট) রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ডিমের দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এর আগে, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। একদিন আগেই এই দাম ছিল ১৭০ টাকা। দেশের অন্যান্য স্থানেও প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।
এদিকে সপ্তাহ-দুয়েক ধরেই টালমাটাল ডিমের বাজার। একটি ডিম কিনতে ভোক্তার খরচ হচ্ছে ১৪ টাকার বেশি, যা ডিমের দামে রেকর্ড। দামে লাগাম টানতে আমদানির হুমকি দেওয়ার পরদিনই সারাদেশে ডজন প্রতি ১০ থেকে ১৫ টাকা কমলো ডিমের দাম।
সারাদেশে ডিমের দর কত হবে তা নির্ধারিত হয় রাজশাহী, ঢাকা ও কিশোরগঞ্জ থেকে। প্রতিদিন সকালে ডিমের দর নির্ধারণ করে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুদে বার্তায় সবাইকে জানিয়ে দেয় সংগঠনগুলোর হর্তাকর্তারা।
দেশের সব এলাকায় আড়তদাররা ডিম সংগ্রহ করলেও এই তিন এলাকায় সবচেয়ে বেশি ডিম সংগ্রহ করার কারণে এখানকার ব্যবসায়ীরা বাজার পর্যালোচনা করে ডিমের দাম ঠিক করেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের