Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৩

সরকারি হাসপাতালে স্যালাইন সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।ফাইল ছবি

ডেঙ্গু চিকিৎসায় ঘাটতি রাখা হয়নি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্যালাইনের কোনো সংকট সরকারি হাসপাতালে নেই। ডেঙ্গু সিটি কর্পোরেশন কমলেও জেলা শহরে বেড়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) চীনের সিনভ্যাক বায়োটেক থেকে ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস উপহার হিসেবে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা নিতে দেরি করায় ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। প্রতিটি মৃত্যু বেদনাদায়ক। কিন্তু চিকিৎসা নিতে দেরি করে আসলে করার কিছু থাকে না।

জাহিদ মালেক বলেন, মশা না কমলে ডেঙ্গু কমবে না। যে সব জায়গা থেকে এডিস মশার বিস্তার হচ্ছে সেই স্থানগুলোতো পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি আছে। যে ওষুধ মশা নিধনে ব্যবহার হচ্ছে তা সঠিক মানের হতে হবে।

বছরজুড়ে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করতে হবে জানিয়ে তিনি আরো বলেন, ডেঙ্গু নিধনে অ্যাকশন নিতে হবে সিটি কর্পোরেশনকে, আমরা সেই  অ্যাকশন দেখতে চাই। মশা বেড়ে গেলে তো কাজ করে লাভ নাই। বছরজুড়ে মশা নিধনে কাজ করতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়