Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৩

আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করে দিল সরকার 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে আলু, ডিমসহ নিত্যপণ্যের উর্ধগতি ঠেকাতে বেশকিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। আলুর কেজি ৩৫-৩৬টাকা থেকে শুরু করে প্রতি পিস ডিমের দাম ১২টাকা করে ঠিক করে দিয়েছে সরকার। পরিবর্তন এসেছে পেঁয়াজের দামেও। 

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি সচিবালয়ে এসব তথ্য জানান।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আলুর দাম হবে ৩৫ থেকে ৩৬ টাকা ভোক্তা পর্যায়ে। আর পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা অধিকার মাঠে থেকে এটি মনিটরিং করবেন।

তিনি বলেন,  সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্তে নেয়া হয়েছে। কেজিতে ৪ টাকা কমবে পাম তেলের দাম।

বাণিজ্য মন্ত্রী বলেন, সয়াবিন তেল বোতলজাত ১৭৪ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা প্রতি লিটার এবং খোলা সয়াবিন তেল ১৫৪ টাকা থেকে ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে৷ আর পাম তেলে ১২৮ টাকা থেকে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। দুয়েকদিনের মধ্যেই এ দাম কর্যকর করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়