Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি- সংগৃহীত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি- সংগৃহীত

গেল জুলাই মাসের শেষ সপ্তাহে কয়লার অভাবে তৃতীয় দফায় উৎপাদন বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। এরপর আবার উৎপাদতে গেলেও কেন্দ্রে ত্রুটির কারণে আবারো ৩ দিন বন্ধ ছিল কেন্দ্রটি। অবশেষে ত্রুটি কাটিয়ে তিনদিন পর ফের উৎপাদন শুরু করা হয়েছেশ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। 

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঐ তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন করেছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মোহাম্মাদ আনারুল আজিম।  

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজীম বলেন, সোমবার সন্ধ্যা ৭টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। সন্ধ্যা থেকে উৎপাদিত ২৬০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির। এ কেন্দ্র থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়