আই নিউজ ডেস্ক
বাংলাদেশও হবে আন্তর্জাতিক হাব: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
একসময় হংকং ছিল আন্তর্জাতিক হাব। এরপর হলো সিঙ্গাপুর, থাইল্যান্ড আর এখন দুবাই। পূর্ব ও পশ্চিম আকাশপথের মধ্যবর্তী হওয়ায় ভবিষ্যতে কক্সবাজার বা শাহজালাল বিমানবন্দরের কারণে আমাদের বাংলাদেশও আন্তর্জাতিক হাব হবে। আমরা সেভাবেই তৈরি হচ্ছি।
শনিবার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন শেষে এসব কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের সব দেশের উড়োজাহাজ রিফুয়েলিংয়ের জন্য আমাদের দুটি বিমানবন্দরে আসবে। জেড ফুয়েল যেন সরাসরি শাহজালাল বিমানবন্দরে আসে সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। এছাড়া এখানে পাওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির সব সেবা। কক্সবাজারে গেলে দেখা যাবে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত ও অপরূপ বাংলাদেশের নান্দনিক সৌন্দর্য্য। আমরা বাংলাদেশকে সেভাবেই গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, আকাশপথে মানুষের যোগাযোগ সহজ করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটনসহ সবকিছু উন্নত করতে প্রযুক্তির ব্যবহারসহ সব ব্যবস্থা করছে সরকার। ঝরঝরে উড়জাহাজের যুগ পেরিয়ে বাংলাদেশ বিমানের বহরে যোগ হয়েছে ২১টি অত্যাধুনিক উড়োজাহাজ, যা পৃথিবীর বিভিন্ন দেশে চলাচল করছে। আমরা আরো কিছু নতুন উড়োজাহাজ কিনবো। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে আমাদের আড়াই হাজার নতুন পথ সৃষ্টি হবে। এছাড়া কক্সবাজারে সমুদ্রের পানি ঘেঁষে উড়জাহাজ ওঠানামা করবে। কক্সবাজারের রানওয়ে সেভাবেই গড়ে তোলা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, দক্ষ জনবল সৃষ্টিতে সরকার বিশ্বের বিভিন্ন দেশে উন্নত প্রশিক্ষণের পাশাপাশি গবেষণার প্রতি গুরুত্ব দিয়েছে। আমরা লালমনিরহাটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছি। আমরা দেখেছি আশপাশের দেশ চাঁদে চলে যাচ্ছে। আমরা কেন পিছিয়ে থাকবো, ভবিষ্যতে আমরাও চাঁদে যাব। সেভাবেই স্মার্ট জনশক্তি গড়ে তুলবো।
সরকার প্রধান বলেন, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। এভিয়েশন খাতের আরো উন্নতি হোক। মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আকাশপথ অপরিহার্য। নৌপথ, রেলপথ ও আকাশপথ অত্যন্ত গুরুত্ব বহন করে। বিশেষ করে বিদেশের সঙ্গে আমাদের যে যোগাযোগ তার মূল পথ এবং বাহন হলো উড়োজাহাজ তথা আকাশ পথ। আমরা সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করছি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের