আই নিউজ ডেস্ক
আজ এক মিনিট শব্দহীন ছিল ঢাকা

ছবি- সংগৃহীত
শব্দদূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে আজ ঢাকায় ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আহ্বানে এই কর্মসূচিতে একযোগে ৬০টিরও বেশি ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
আজ রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টা এক মিনিটে কর্মসূচি উপলক্ষে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ এ মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানারসহ উপস্থিত ছিলেন। এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দসচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করেন এবং ঐ ১ মিনিট হর্ন বাজানো হতে বিরত থাকার আহ্বান জানান।
রাজধানীর সচিবালয়ের পাশে ওসমানী মিলনায়তনের সামনে, শাহবাগ মোড়, উত্তরা, বিজয়সরণী মোড়, মিরপুর-১০ নং গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘোষণা অনুযায়ী, কর্মসূচির প্রায় এক ঘণ্টা আগেই এসব স্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত হন।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্কাউট সদস্যসহ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কের পাশে ব্যানার, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন’ থাকার আহ্বান জানান। ‘শব্দ দূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’, ‘নো হর্ন’, ‘আপনার হর্ন আপনাকেও বধির করছে’ প্রভৃতি স্লোগান লেখা হয় ব্যানার ও ফেস্টুনগুলোতে। স্কাউট সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন গাড়ি ও যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।
এদিন মিরপুরে সকাল ১০টা থেকে ১ মিনিট পর্যন্ত শব্দহীন কর্মসূচি পালন করার কথা থাকলেও সিগন্যালের কারণে ১ মিনিট পিছিয়ে ১০টা ১ মিনিট থেকে শুরু হয় কর্মসূচি। এসময় মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা নিরব রাখা হয়। এক্ষেত্রে বিশেষ সহয়তা করেছেন ওইখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।
এর আগে চালকদের অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকতে ও সচেতন করতে সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্যরা ব্যানার, ফেস্টুনসহ উপস্থিত থেকে মানববন্ধন করেন। তারা গাড়িচালকদের মাঝে শব্দসচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেন। তবে উপস্থিত থাকার কথা থাকলেও এই কর্মসূচিতে স্থানীয় কোনও জনপ্রতিনিধি ও পরিবহন মালিক বা শ্রমিক সমিতির সদস্যদের দেখা যায়নি।
রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বর পুলিশ ট্রাফিক বক্সের পাশের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ-এর এসিস্ট্যান্ট ম্যানেজার জুয়েল মৃধা। তিনি বলেন, আজ এই কর্মসূচিতে আমরা চালকদের সচেতন করতে ও অযথা হর্ন না বাজাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করছি। বিভিন্ন লিফলেটও বিতরণ করা হয়েছে। যখন এখানে এসেছিলাম, তার তুলনায় এরই মধ্যে কিছুটা হর্নের শব্দ কমেছে বলে মনে হচ্ছে। শব্দদূষণ কমাতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।
এদিন সকাল সাড়ে ৯টার থেকেই অযথা হর্ন না বাজাতে ও হর্নের আওয়াজের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতা তৈরিতে গাড়িতে গাড়িতে স্টিকার লাগান স্কাউট ও পরিবেশ অধিদফতরের সদস্যরা। অযথা হর্ন না বাজাতে মাইকিংও করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান জানিয়েছেন, ১০টা থেকে ১ মিনিট হর্ন বন্ধ থাকলেও গাড়ির ইঞ্জিনের সাউন্ড বন্ধ ছিল না। এক মিনিট পর রাস্তা খুলে দিলে আবারও অযথা হর্ন বাজাতে দেখা যায় বাইকার, প্রাইভেট কার চালক ও বাস চালকদেরও।
শাহবাগ মোড়ে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুস সালাম। তিনি বলেন, আমরা হর্ন নিয়ে জনসচেতনতা তৈরি করতে এই কর্মসূচি হাতে নিয়েছি। জনগণকে হর্নের ক্ষতিকর দিক সম্পর্কে মানুজকে জানানো। আমাদের আজকে শুরু হয়েছে এই কার্যক্রম, এটি চলমান থাকবে।
শাহবাগ থানার পিআই মঞ্জুরুল ইসলাম বলেন, এটি একটি সচেতনতামূলক কার্যক্রম। অযথা হর্ন বাজানোর কারণে আমাদের অনেকের শ্রবণশক্তিতে ব্যাপক বিরূপ প্রভাব পড়ে। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যদের অনেকেরই এই সমস্যা হয়েছে। শুধু তারাই নন সকল শ্রেণির মানুষ এই সমস্যার ভুক্তভোগী। তাই সকল সচেতন করতে এই কার্যক্রম।
পরিবেশ মন্ত্রণালয়ের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, সোনালী, অগ্রণী ও বাংলাদেশ ইসলামী ব্যাংকসহ ৬০টিরও বেশি ব্যাংক। এই উপলক্ষে ব্যাংকগুলোও নিজেরাও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের