Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১, ৬ নভেম্বর ২০২৩

বিএনপির অবরোধ: সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। বাসে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ সহ নানা ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও রাজধানী ঢাকায়। বিএনপি-জামায়াতের নাশকতা রুখতে ও দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

আজ সোমবার (৬ নভেম্বর) সকালে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন আছে।

গাজীপুরে বাসে আগুন 
এদিকে, রাজধানীর পার্শবর্তী জেলা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে উঠে  দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আ*গুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। 

সোমবার (৬ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

ঘটনার ব্যাপারে বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়