Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ৬ নভেম্বর ২০২৩

পেট্রলবোমা দিয়ে হামলাকারীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশে চলমান বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ, হরতালের মাঝে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে সহিংসতা ও সংঘর্ষ। বাড়ছে যাত্রিবাসী বাসসহ প্রাইভেট কার ও গাড়িয়ে পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়ার মতো ঘটনা। এ অবস্থায় পেট্রলবোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

আজ সোমবার (৬ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টারে পেট্রেল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এসময় ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতা করলে ধরিয়ে দিতে হবে।

অগ্নিসন্ত্রাসী ও নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, পেট্রলবোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

অগ্নিসন্ত্রাস রোধে বোতলে খোলা তেল বিক্রি বন্ধে পেট্রল পাম্প মালিকদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, লাইসেন্স ছাড়া শহরের যেকোনো এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বেআইনিভাবে খুচরা তেল বিক্রি বন্ধেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়