Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ৭ নভেম্বর ২০২৩

মালিকদের প্রস্তাব চূড়ান্ত, ন্যুনতম বেতন হলো ১২ হাজার ৫০০ টাকা

বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত একজন নারী শ্রমিক। ছবি- সংগৃহীত

বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত একজন নারী শ্রমিক। ছবি- সংগৃহীত

দেশের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যুনতম মজুরি মালিকপক্ষের প্রস্তাবিত ১২ হাজার ৫০০ টাকাই চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মজুরি দুপুরে বোর্ডের বৈঠকের পর সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ দিনের মধ্যে মজুরির বিষয়ে প্রজ্ঞাপন হবে। শ্রমিকদের মজুরি কাঠামোতে পাঁচটি গ্রেড থাকবে। মোট মজুরির মধ্যে মূল বেতন হবে ৬৩ শতাংশ। তার মানে ১২ হাজার ৫০০ টাকা মোট মজুরির মধ্যে মূল বেতন হবে ৭ হাজার ৮৭৫ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। আর জানুয়ারির শুরুতে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন শ্রমিকেরা।

প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তৈরি পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ঘোষণা করছি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। এর সঙ্গে  তাদের জন্য বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।

এর আগে আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বৈঠকে দুপুর ১২টায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসেন। কিছুক্ষণ পরেই মালিকপক্ষের প্রতিনিধিরা বৈঠকে প্রবেশ করেন। দুপুর ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় বেলা দেড়টায়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, পোশাকশ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। এ হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়