Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১৩ নভেম্বর ২০২৩
আপডেট: ২০:০৪, ১৩ নভেম্বর ২০২৩

আজ থেকে নির্ধারিত ২৭ টাকা দরে আলু বিক্রি শুরু 

ফাইল ছবি

ফাইল ছবি

আজ থেকে সরকার নির্ধারিত দামে ২৭ টাকায় কোল্ড স্টোরেজ থেকে আলু বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ । তিনি জানিয়েছেন, এর চেয়ে বেশি হলে আলু কোল্ড স্টোরেজ থেকে বের করতে দেওয়া হবে না। এরই মধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা অস্বাভাবিকভাবে দাম বাড়িয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এরই মধ্যে ৫০টির অধিক মামলা চলমান। বেশি কিছু জরিমানাও আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, এরই মধ্যে ১০ হাজার ৯৫ টন আলু এবং ৬২ হাজার ডিম আমদানি করা হয়েছে। চিনি, তেলসহ আরো কিছু নিত্যপণ্যের আমদানি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন এলসি খুলতে কোনো সমস্যা না হয়।

তপন কান্তি ঘোষ বলেন, মঙ্গলবার থেকে ঢাকায় চারটি পণ্য খোলা বাজারে (ওএমএস) বিক্রি করা হবে। দুই সিটি কর্পোরেশনে ২৫ থেকে ৩০টি ট্রাক বিভিন্ন পয়েন্টে বসবে। এসব পয়েন্ট থেকে ৭০ টাকা করে মশুর ডাল (সর্বোচ্চ ২ কেজি), ১০০ টাকা করে সয়াবিন তেল ( সর্বোচ্চ ২ লিটার), ৩০ টাকা করে আলু (সর্বোচ্চ ২ কেজি) কেনা যাবে। শিগগিরই এ তালিকায় প্রতি কেজি ৫০ টাকা করে যুক্ত হবে পেঁয়াজ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়