আই নিউজ প্রতিবেদক
বাংলাদেশে শর্তহীন সংলাপ চেয়ে যুক্তরাষ্ট্রের চিঠি

শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতির কথাও মনে করিয়ে দিয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশের তিন প্রধান রাজনৈতিক দলকে এ চিঠি পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোলান্ড লু এই চিঠি লিখেছেন। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে চিঠির ব্যাপারে এক বিবৃতিতে জানান।
বিবৃতিতে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনও একক রাজনৈতিক দলের পক্ষপাত করে না বলেও বিবৃতিতে জানানো হয়।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি এখন তাদের আন্দোলনের চূড়ান্ত ধাপে থাকার কথা বলছে। এ লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে সপ্তাহের বেশিরভাগ দিনই অবরোধের কর্মসূচি দিচ্ছে। সোমবার চতুর্থ দফায় ডাকা অবরোধের শেষ দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পঞ্চম দফায় বুধবার থেকে আরো ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে।
এদিকে এসব পরিস্থিতির মাঝেই নির্বাচনের তফসিল ঘোষণার দিকে এগুচ্ছে নির্বাচন কমিশন। বর্তমান সংবিধান অনুযায়ী নিজেদের নির্বাচন প্রস্তুতির ব্যাপারে জানিয়েছে ইসি। বর্তমানে তারা তফসিল ঘোষণার চূড়ান্ত পর্যায়ে আছেন। সোমবার নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর সাংবাদিকদের জানিয়েছেন, নভেম্বরের ১৫ তারিখ তফসিল ঘোষণা হতে পারে।
অপরদিকে, শান্তি ও উন্নয়ন সমাবেশের মতো কর্মসূচি নিয়ে সারাদেশে মাঠে সতর্ক অবস্থানে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন জেলা, উপজেলায় নির্মাণ কাজ সম্পন্ন হওয়া প্রকল্পের উদ্বোধন করছেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটি সমাবেশে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের নৌকায় ভোট দিতে অঙ্গীকারবদ্ধ করছেন।
দেশের রাজনীতিতে যখন এমন অস্থিতিশীল অবস্থা চলছে তখনই দেশের প্রধান তিন দলকে শর্তহীন সংলাপে বসবার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই চিঠি নিয়ে সোমবার রাজধানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় বনানীতে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এসময় তিনি জিএম কাদেরের সঙ্গে বৈঠকও করেন।
এদিকে বিএনপির পক্ষ থেকেও ডোনাল্ড লু'র পাঠানো চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও জানানো হয়েছে চিঠি পাওয়ার কথা।
এর আগে ৩১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের কাছে আশাবাদ প্রকাশ করে বলেছিলেন যে, রাজনৈতিক দলগুলো শর্তহীন সংলাপে বসবে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের