Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১, ১৪ নভেম্বর ২০২৩

বুধবার থেকে বিএনপির আরও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক

ফাইল ছবি

ফাইল ছবি

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার থেকে আরও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। 

সোমবার (১৩ নভেম্বর) চতুর্থ দফায় ডাকা অবরোধের শেষ দিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পঞ্চম দফায় বুধবার থেকে আরো ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে।  বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা টানা অবরোধের ঘোষণা দিয়েছে দলটি।

চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা ও আশেপাশের জেলায় ৫টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কর্মসূচির শেষদিন সোমবারও ঢাকাসহ সারাদেশে আরও ৮টি যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থালে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন বিএনপি নেতাকর্মীরা। 

এদিকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতির কথাও মনে করিয়ে দিয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশের তিন প্রধান রাজনৈতিক দলকে এ চিঠি পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোলান্ড লু এই চিঠি লিখেছেন। সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে চিঠির ব্যাপারে এক বিবৃতিতে জানান। 

বিবৃতিতে  মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনও একক রাজনৈতিক দলের পক্ষপাত করে না বলেও বিবৃতিতে জানানো হয়। 

এসব পরিস্থিতির মাঝেই নির্বাচনের তফসিল ঘোষণার দিকে এগুচ্ছে নির্বাচন কমিশন। বর্তমান সংবিধান অনুযায়ী নিজেদের নির্বাচন প্রস্তুতির ব্যাপারে জানিয়েছে ইসি। বর্তমানে তারা তফসিল ঘোষণার চূড়ান্ত পর্যায়ে আছেন। সোমবার নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর সাংবাদিকদের জানিয়েছেন, নভেম্বরের ১৫ তারিখ তফসিল ঘোষণা হতে পারে। 

অপরদিকে, শান্তি ও উন্নয়ন সমাবেশের মতো কর্মসূচি নিয়ে সারাদেশে মাঠে সতর্ক অবস্থানে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন জেলা, উপজেলায় নির্মাণ কাজ সম্পন্ন হওয়া প্রকল্পের উদ্বোধন করছেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটি সমাবেশে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের নৌকায় ভোট দিতে অঙ্গীকারবদ্ধ করছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়