আই নিউজ প্রতিবেদক
সন্ধ্যায় ইসির বৈঠক, তফসিল ঘোষণা হতে পারে আজ
তফসিল ঘোষণা নিয়ে ইসি সচিবের সংবাদ সম্মেলন। ছবি- সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আজ সন্ধ্যায়। আজ বিকেলে তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। যদিও এখন পর্যন্ত দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো কোনো সমঝোতা বা সংলাপ হয়নি। অবরোধের মতো কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি সহ সহযোগী সংগঠনগুলো।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করতে পারেন। তবে, এখনো তফসিল ঘোষণার সুনির্দিষ্ট কোনো দিন, তারিখ জানায় নি ইসি।
ইসি সচিব মো. জাহাংগীর আলম মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, তফসিল কবে ঘোষণা করা হবে তা আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জানানো হবে।
সাধারণত, নির্বাচনের তফসিল ঘোষণার দিন বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের পরপরই বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ভাষণেই মূলত তফসিলের ঘোষণা করা হয়।
এদিকে, দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। তারা অবরোধ কর্মসূচি নিয়ে মাঠে আছে সরকারের পদত্যাগের দাবি নিয়ে। জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো জানানো হয় নি তারা নির্বাচনে অংশ নেবেন কী-না। তবে, পার্টির রওশন আরা এরশাদের অনুসারীরা নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়ে আসছেন তারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শান্তি-উন্নয়ন সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। ধারণা, করা হচ্ছে তফসিল ঘোষণার পর পুরোদমে শুরু হবে নির্বাচনী প্রচার, প্রচারণা।
এমন একটি রাজনৈতিক পরিস্থিতিতে সোমবার দেশের প্রধান তিন রাজনৈতিক দলের কাছে শর্তহীন সংলাপের বসার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠিতে লু যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথাও স্মরণ করে দিয়েছেন দলগুলোকে। তবে, নির্বাচন কমিশন সাংবাদিকদের জানিয়েছে, ডোনাল্ড লু'র চিঠির কোনো প্রভাব নির্বাচন কমিশনে পড়বে না। কমিশন তাঁর নিজস্ব উপায়ে সাংবিধানিকভাবে নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের